"রোনালদো না থাকলেও রিয়ালের কিছু হবে না"
অনেকটাই অবিশ্বাস্য কাজই করে দেখিয়েছে তারা। ক্রিশ্চিয়ানো রোনালদো এখন রিয়াল মাদ্রিদের নন, জুভেন্টাসের। অনেকেই মনে করছেন, রোনালদোকে ছাড়া অনেকটাই দুর্বল হয়ে পড়বে রিয়াল। তবে জুভেন্টাস কোচ মাসিমিলানো আলেগ্রি মনে করেন, রোনালদোর থাকা না থাকাতে রিয়ালের মতো বড় ক্লাবের খুব একটা সমস্যা হবে না।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে রিয়ালের কাছে ৩-১ গোলে হেরেছে জুভেন্টাস। এই ম্যাচে অবশ্য তুরিনের বুড়িদের হয়ে খেলেননি রোনালদো। সিআর সেভেনকে ছাড়া নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল রিয়াল, আজকে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে লোপেতেগির দল।
রোনালদোকে ছাড়াই রিয়াল শিরোপা জিততে সক্ষম, মানছেন আলেগ্রি, ‘রিয়াল দারুণ একটা দল। রোনালদো নেই তাতে কী হয়েছে? তাকে ছাড়াই তারা অন্য ক্লাবকে টেক্কা দিতে প্রস্তুত। তাদের দলে এমন অনেক ফুটবলার আছে যারা একাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে।’
নিজের দলে রোনালদোকে পেয়ে যারপরনাই খুশি আলেগ্রি, ‘রোনালদোর মতো অভিজ্ঞ ফুটবলারকে দলে পেয়ে দারুণ আনন্দিত আমরা। মেসির সাথে সেও বিশ্বের সেরা ফুটবলার। তাকে কোচিং করানোটা গর্বের ব্যাপার। আশা করি দুজন মিলে ভালো কিছু করতে পারব।’
১৮ আগস্ট সিরি আতে শিয়েভোর বিপক্ষে জুভেন্টাসের হয়ে মাথা নামবেন রোনালদো।