এবারো সিটিই ফেভারিট: হেসুস
গত মৌসুমে তাদের ধারেকাছে ছিল না কেউই। ১০০ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে দাপটের সাথেই। কমিউনিটি শিল্ড জিতে এই মৌসুমও শিরোপা দিয়ে যাত্রা শুরু করেছে সিটিজেনরা। সিটি স্ট্রাইকার গ্যাব্রিয়েল হেসুস বলছেন, গতবারের মতো এবারো সিটির শিরোপা জয়েত সম্ভাবনাই বেশি।
টানা দ্বিতীয়বার লিগ জয়ের ব্যাপারে আশাবাদী হেসুস, ‘যেহেতু আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাই এবারও আমাদের শিরোপা জেতার দৌড়ে এগিয়ে থাকবো। তবে এটাই যথেষ্ট না, মৌসুমের শুরু থেকেই আমাদের মনযোগী হতে হবে। অন্য দলরাও এখন অনেক শক্তিশালী, সব ম্যাচই কঠিন হবে। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে সবাই আমাদের সাথে জিততেই চাইবে। কারণ আমাদের হারালে সবার মাঝে আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে।’
আগের মৌসুমের খেলাটা খেলতে পারলেই শিরোপা পুনরূদ্ধার করবে সিটি, বিশ্বাস হেসুস, ‘গত মৌসুমে যা করেছি, সেটুক করতে পারলেই হবে। যেসব ভুল করেছি সেগুলো শুরু থেকেই শুধরে নিতে হবে। আগেরবারের চেয়ে এবার আরও ভালো খেলতে চাই। আমাদের কোচও সেই চেষ্টাই করছেন।’
আগামী ১২ আগস্ট আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে সিটি।