• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    শিরোপাতেই চোখ থাকবে টটেনহামের

    শিরোপাতেই চোখ থাকবে টটেনহামের    

    নতুন মৌসুম শুরু হতে বাকি নেই এক সপ্তাহ। পুরো দলবদলের মৌসুমে খুবই নীরব ছিল টটেনহাম। অনেকেই প্রশ্ন তুলেছেন, হয়ত শিরোপা নয়, এবারো শীর্ষ চারে থেকেই সন্তুষ্ট থাকতে চান কোচ মাউরিসিও পচেত্তিনো। তবে পচেত্তিনো বলছেন, তাদের চোখ থাকবে শিরোপাতেই।

    গত মৌসুমে ৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করেছিল টটেনহাম। পেছনে ফেলেছিল লিভারপুল, চেলসিকে, আর্সেনালকেও। ২২ বছর পর আর্সেনালকে পেছনে ফেলা টটেনহামই ছিল লন্ডনের ‘সেরা’।

    এবার টটেনহামের চোখ থাকে শীর্ষস্থানের দিকেই, ‘যদি কেউ মনে করে টটেনহাম লিগ জিততে চায় না, তাহলে তারা ভুল করছে। আমি জিততে এসেছি, টটেনহামের সবাই জিততে চায়। জিততে পারব কিনা, কিংবা জেতার মতো দল আছে কিনা সেটা পুরোপুরি ভিন্ন ব্যাপার। তবে শিরোপা জেতার ব্যাপারে কারো চেষ্টার কমতি থাকবে না।’  

    শুধু চ্যাম্পিয়ন লিগে খেলেই সন্তুষ্ট থাকতে চান না পচেত্তিনো, ‘ টানা তিন বছর ধরে চ্যাম্পিয়ন লিগে খেলছি। এই মুহূর্তে এটাই যথেষ্ট নয়। কিছু জিনিস অবশ্যই বদলাতে হবে। শেষ পর্যন্ত আমি বড় কিছু জেতার চেষ্টা করেই যাবো।’

    ১১ আগস্ট নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে নতুন মৌসুমের যাত্রা শুরু করবে টটেনহাম।