তিক্ততা নিয়েই চেলসি ছাড়ছেন কোর্তোয়া?
তার এজেন্ট বেশ কয়েকদিন ধরেই বলছেন, চেলসি নয়, রিয়াল মাদ্রিদের যেতে চান থিবো কোর্তোয়া। চেলসি ছেড়ে রিয়ালে যাওয়ার গুঞ্জনটাও দিন দিন জোরালো হচ্ছে তার। সেই গুঞ্জন আরো ডালপালা মেলল কাল, নতুন মৌসুম শুরুর মাত্র কয়েকদিন আগে দলের সাথে অনুশীলনে যোগ দেননি কোর্তোয়া।
২০১১ সাল থেকে চেলসিতে আছেন কোর্তোয়া। খেলেছেন ১৫৪ ম্যাচ, ক্লিন শিট রেখেছেন ৫৮ ম্যাচে। এতদিন সবকিছু ভালোই চলছিল। কিন্তু বিশ্বকাপের পর থেকে শোনা যাচ্ছিল, রিয়াল তাকে দলে চাইছে, তিনিও নাকি রিয়ালে খেলতে প্রস্তুত। ট্রান্সফার ফি হিসেবে শোনা যাচ্ছে ৩৫ মিলিয়ন পাউন্ড।
চেলসির সাথে চুক্তির শেষ বছর চলছে কোর্তোয়া। তবে এখনো চুক্তি নবায়নের কিছু বলা হয়নি। সবকিছু মিলিয়ে চেলসির ওপর তাই খানিকটা নারাজ কোর্তোয়া, চাইছেন অন্য কোথাও যেতে। গতকাল দলের সাথে অনুশীলনে না আসায় ক্লাবের প্রতি তার রাগটা আরও ভালমতো প্রকাশ পেলো।
এদিকে কোচ মাউরিসিও সারিও নিশ্চিত নন কোর্তোয়াকে এই মৌসুমে চেলসির জার্সি গায়ে দেখা যাবে কিনা, ‘এই মুহূর্তে সে চেলসির ফুটবলার। কিন্তু ভবিষ্যতে কী হবে সেটা আমি জানি না। পুরোটাই তার ওপর নির্ভর করছে। তবে আশা করছি সে আমাদের হয়েই খেলবে।’
কোর্তোয়া শেষ পর্যন্ত চেলসিতে থাকবেন কিনা, সেটা সময়ই বলে দেবে।