• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    "সৌম্যর ফর্ম বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তা"

    "সৌম্যর ফর্ম বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তা"    

    বছরজুড়েই ফর্মে নেই তিনি। টি-টোয়েন্টিতে ২০১৮ সালে সৌম্য সরকারের রান মাত্র ১৩৮, গড় মাত্র ১১.৫০। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল সিরিজ জিতলেও এবারো জ্বলে উঠতে পারেননি সৌম্য। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলছেন, সৌম্যের এই বাজে ফর্ম নিয়ে চিন্তায় আছেন তারা।

    ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচে সৌম্য করেছেন ০, ১৪ ও ৫ রান। দলে টিকে থাকতে হলে সৌম্যকে আরও ভালো পারফর্ম করতে হবে বলে জানান মিনহাজুল, ‘তার ফর্ম আমাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ। যখন আমরা সিরিজে সমতা আনলাম, তখন কোচের সাথে তাকে দলে রাখা নিয়ে আলোচনা হয়েছিল। শেষ মুহূর্তে তাকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।’

    খারাপ ফর্মে থাকার পড়েও কেনো দলে সুযোগ পেলেন সৌম্য? মিনহাজুল বলছেন, অধিনায়ক সাকিবের কথাতেই একাদশে ছিলেন সৌম্য, ‘সাকিবই তাকে দলে রাখার ব্যাপারে বেশি আগ্রহী ছিল। কারণ সে ‘উনিইং কম্বিনেশন’ ভাঙতে চায়নি। সৌম্যর তখনই ভালো করার দরকার ছিল। এখন তাকে এ দলের সাথে পাঠানো হয়েছে, জাতে সে নিজের ফর্ম ফিরিয়ে আনতে পারে।’

    সৌম্য কি পারবেন পুরনো রূপে ফিরতে?