• রাশিয়া বিশ্বকাপ ২০১৮
  • " />

     

    মিশরকে বিদায় বললেন হাদারি

    মিশরকে বিদায় বললেন হাদারি    

     

    ২২ বছর আগে যখন তার অভিষেক হয়, বর্তমান দলের অনেকের জন্মই হয়নি! ‘বুড়ো’ এশাম এল হাদারি প্রায় দুইযুগ জাতীয় দলের হয়ে খেলার পর অবশেষে থামার সিদ্ধান্ত নিয়েছেন। মিশরের জার্সি গায়ে আর দেখা যাবে না ৪৫ বছর বয়সী গোলরক্ষক হাদারিকে।

    বিশ্বকাপ বাছাইপর্বে যখন মিশরকে উতরে যেতে সাহায্য করেন, তখন থেকেই দেখছিলেন দারুণ এক রেকর্ডের স্বপ্ন। সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হওয়ার রেকর্ডটা হাতছানি দিচ্ছিল হাদারিকে। তবে প্রথম দুই ম্যাচে মাথা না নামায় কিছুটা শঙ্কায় ছিলেন, রেকর্ডটা হবে তো?

    শেষ পর্যন্ত বিশ্বরেকর্ডটা হয়েছে। সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে মিশরের হয়ে গোলপোস্টের সামনে দাঁড়িয়েছিলেন হাদারি। সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন, ঠেকিয়েছিলেন পেনাল্টিও। তবে সেই ম্যাচেও ২-১ গোলে হেরেছিল দল। সেই ম্যাচটাই মিশরের হয়ে শেষ ম্যাচ হয়ে রইল হাদারির।

    জাতীয় দলের হয়ে ১৫৯ ম্যাচ খেলা হাদারি বলছেন, এটাই বিদায় বোলার সেরা সময়, ‘২২ বছর, ৪ মাস, ১২ দিন, অনেক লম্বা একটা সময়! আমার মনে হয়েছে এখনই জাতীয় দলকে বিদায় বলার সঠিক সময়। দেশের হয়ে ১৫৯ ম্যাচ খেলতে পেরে আমি গর্বিত, বিশ্বকাপ খেলতে পেরে গর্বিত।'

    বেশ কয়েকবার বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙ্গেছিল খুব কাছে এসে। ক্যারিয়ারের সায়াহ্নে এসে রাশিয়া বিশ্বকাপে খেলে সেই কষ্টটা দূর করেছেন হাদারি। বিদায়বেলায় তাই হয়ত কোনো আক্ষেপ নেই তার।