সাকিবের রেগে যাওয়ার কারণ 'নিরাপদ সড়কের দাবি' নয়
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার কথা বলে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন কিছুদিন আগেই। বিতর্ক যেন সাকিব আল হাসানের পিছু ছাড়ছে না। ফ্লোরিডায় টি-টোয়েন্টি সিরিজ শেষে টিম হোটেলে ফেরার পর উপস্থিত এক সমর্থকের সাথে তর্কে জড়িয়ে পড়েছেন তিনি। গুঞ্জন উঠেছিল, 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের ব্যাপারে জিজ্ঞাসা করাতেই নাকি চটেছেন সাকিব। তবে সেখানে উপস্থিত থাকা প্যাভিলিয়ন প্রতিনিধি শেখ মিনহাজ হোসেন বলছেন, ছবি তোলা নিয়ে বাজে কথা বলাতেই চটেছেন সাকিব।
সাকিব এক দর্শকের দিকে তেড়েই যাচ্ছেন, এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে দুপুর থেকেই। ফ্লোরিডা থেকে মিনহাজ বলছেন, ওই আন্দোলন নিয়ে কিছুই বলা হয়নি তাকে, 'আসলে প্রশ্নটা মোটেও নিরাপদ সড়ক আন্দোলনের ব্যাপারে ছিল না। ওই লোক সাকিবের কাছে বারবার অটোগ্রাফ চাইছিল। সাকিব প্রথমে একটা সেলফি তুলেছেন। এরপর সে আবার ভিডিও করতে চায়। সাকিব তখন ম্যাচ শেষে টায়ার্ড। সাকিব পারবে না বলে সামনে চলে যায়। লোকটা পিছন থেকে 'ভাব মারায়' বলে বাজে ভাষা ব্যবহার করে। সাকিব তখন ক্ষেপে গিয়ে ফেরত আসে! ওখানে নিরাপদ সড়ক আন্দোলন সংক্রান্ত কোন প্রশ্ন ছিল না। আমাকে বিশ্বাস করতে পারেন। আমি তখনই হোটেলে ঢুকেছি। আশেপাশের সব মানুষ একই কথা বলছিলো। সবাই আরও ওই ছেলেটার উপর ক্ষ্যাপা ছিল। এখন ফেসবুকে দেখি মানুষ ক্যাপশন দিয়েছে যে, ওটা "নিরাপদ সড়ক চাই" এর ব্যাপারে ছিল। অথচ গতকাল ওইসময় এ ব্যাপারে কোনও কথাও হয়নি!'
ওই ঘটনার পর পরেই অবশ্য খেলোয়াড়েরা ভেতরে ঢুকে যান। ভিডিওতে দেখা গেছে, ওই সময় তামিমসহ কয়েকজন খেলোয়াড় ছিলেন। তাদের হস্তক্ষেপে ঘটনাটা বেশি দূর গড়ায়নি।