"রোনালদোকে অনুসরণ করা অসম্ভব"
রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন মৌসুমকে সামনে রেখে তুরিনে নতুন ক্লাবের সঙ্গে অনুশীলন শুরু করেছেন সেটাও প্রায় সপ্তাহখানেক হয়ে গেল। অনুশীলনে রোনালদো অতিমানব, সেটাই মাঠের খেলাতেই ফুটে ওঠে। রোনালদোর সম্পর্কে এই তথ্য অজানা নয়। তবে রোনালদোর নতুন সতীর্থ ডগলাস কস্তা নিজ চোখে রোনালদোকে দেখে বিশ্বাসই করতে পারছেন না। তার মতে রোনালদোকে অনুসরণ করা 'অসম্ভব'।
"অনুশীলনে রোনালদোর সঙ্গে তাল মেলানো সম্ভবই না। আমরা অনুশীলনে এসে দেখি রোনালদো আগেই হাজির, আবার অনুশীলন যখন শেষ করে ফিরে আসি, তখনও দেখি রোনালদো অনুশীলনেই ব্যস্ত। আমি এরকম খেলোয়াড় কখনও দেখিনি।" - রোনালদোকে নিয়ে বলেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার কস্তা।
রোনালদোর বয়স হয়েছে ৩৩। এই বয়সেও ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব তার জন্য খরচ করেছে ১০০ মিলিয়ন ইউরো। বয়স হলেও শারীরিক সক্ষমতার দিক দিয়ে রোনালদো এখনও অনেকের চেয়েই তরুণ। আর কস্তার কথায়ও পাওয়া গেল তার প্রমাণ।