পগবাকে ধরে রাখার চেষ্টা করছে ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেডে পল পগবাকে গত মৌসুম থেকেই কটাক্ষ করে এসেছেন হোসে মরিনহো। সেই পগবা পরে জিতেছেন বিশ্বকাপ। ক্লাবের হয়ে গড়পড়তা মানের পারফরম্যান্স করলেও, জাতীয় দলে ছিলেন দুর্দান্ত। ওল্ড ট্রাফোর্ডে পগবার 'অসুখী' হওয়ার এই সুযোগই নিতে চাইছে অন্য ক্লাবগুলো। তবে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে ছাড়তে নারাজ। যে কোনো মূল্যেই পগবাকে ইউনাইটেডে ধরে রাখার সিদ্ধান্ত নিয়ে ক্লাবটি- ইএসপিন নিশ্চিত করেছে এই খবর।
দলবদলের মৌসুমে একজন সেন্টারব্যাকের পেছনে শুরু থেকেই ঘুরছে ইউনাইটেড। শেষদিকে এসে ডিফেন্ডার কিনতে গিয়ে আরেকদিক দিয়ে যাতে দল খালি না হয়ে যায় সেদিকেও তাই মন দিতে হচ্ছে তাদের। ইএসপিএন জানাচ্ছে বার্সেলোনার ইয়েরি মিনা অথবা টটেনহামের টবই অ্যাল্ডারওয়াইরেল্ড ইউনাইটেডের পছন্দের তালিকায় ওপরের দিকে আছে। এই খবর অবশ্য পুরনো। তবে নতুন খবর হচ্ছে বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার জেরোম বোয়াটেং এবার যুক্ত হয়েছেন সেই তালিকায়। যদিও বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়্যার ও ডেভিড আলাবার কেউই বোয়াটেংকে হারাতে চাইছেন না। শেষ পর্যন্ত বায়ার্ন বাকি খেলোয়াড়দের কথায় রাজি হয়ে গেলে ইউনাইটেডকে ছাড়তে হবে বোয়াটেং এর আশা। বছর দুই আগে ম্যাটস হামেলসের জন্য চেষ্টা করেও খালি হাতেই ফিরেছিল ইউনাইটেড।
দলবদলে বাজারে ইউনাইটেড এবার কিছুটা চুপচাপই। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড ছাড়া বলার মতো নতুন কাউকে এখনও কিনতে পারেননি হোসে মরিনহো। মিডফিল্ড আর আক্রমণভাগে সক্ষমতা বাড়ানোর ইচ্ছা না থাকলেও বারবার করেই একজন ডিফেন্ডার কেনার ওপর জোর দিয়েছেন ইউনাইটেড ম্যানেজার। নতুন একজনকে আনার আগে অবশ্য আরও দুইজন ডিফেন্ডারকে ছেড়েও দিতে চাইছেন তিনি। মার্কোস রোহোর ব্যাপারে আগ্রহী ছিল এভারটন, তবে স্কাই স্পোর্টস বলছে এভারটন পিছু হটেছে সেখান থেকে। ইয়েরি মিনাকে বার্সা থেকে পাওয়ার সম্ভাবনা দেখতে পেয়েই নাকি রোহোর প্রতি আকর্ষণ হারিয়েছে এভারটন।
তবে অ্যাল্ডারওয়াইরেল্ডকে পাওয়ার দৌড়ে এখনও আছে ইউনাইটেড। যদিও ইএসপিএন বলছে বেলিজিয়ান ডিফেন্ডারকে টটেনহামের বিক্রির ইচ্ছা থাকলেও, দুই পক্ষের কাজ এগোয়নি বেশিদূর। ইউনাইটেডের আরেক ডিফেন্ডার মাতেও ডারমিয়ানের ক্লাব ছাড়াও তাই ঝুলে আছে এখনও।
ইএসপিএনের সূত্র অবশ্য বলছে মিডফিল্ডার অ্যান্থনি মার্শিয়ালকে ছেড়ে দিয়ে চাইছেন মরিনহো। ওল্ড ট্রাফোর্ডে মার্শিয়াল সুখে নেই। এমন কাউকে ড্রেসিংরুমে রাখার ইচ্ছা নেই ইউনাইটেড ম্যানেজারের।