• বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর
  • " />

     

    পরিস্থিতি বিবেচনা ছাড়াই সিদ্ধান্ত না নিতে সাকিবের অনুরোধ

    পরিস্থিতি বিবেচনা ছাড়াই সিদ্ধান্ত না নিতে সাকিবের অনুরোধ    

    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুলেছেন সাকিব। বলেছেন, সেটি “সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত ঘটনা প্রকাশ করে না। সমর্থকদের কাছে তিনি প্রশ্ন রেখেছেন, “আমাদের কি ব্যস্ত কিংবা ক্লান্ত অনুভব করার অনুমতি নেই?” 

    ফ্লোরিডায় হোটেল লবিতে ফেরার পর এক সমর্থকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন, এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে। ‘নিরাপদ সড়কের দাবি’র আন্দোলনের সঙ্গে এ ভিডিও জড়িত, বলা হয়েছিল এমনটিই। তবে প্যাভিলিয়নের প্রতিনিধির কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে, ব্যাপারটি তেমন ছিল না। এবার ফেসবুকে এক ‘খোলা চিঠি’তে সাকিব ব্যাখ্যা করেছেন পুরো ঘটনাটা। 

    “পর পর ম্যাচ থাকায় আমি এবং আমার সহকর্মী (সতীর্থরা) বেশ ক্লান্ত ছিলাম এবং আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছিলাম। আমরা আমাদের নিজস্ব সরঞ্জাম এবং ব্যাগ বহন করেছিলাম তাই আমাদের হাত পূর্ণ ছিল যা কোন ভাবেই অটোগ্রাফ দেওয়ার অবস্থায় ছিল না। আমরা সর্বদাই আমাদের ভক্তদের সাথে সময় কাটাতে পছন্দ করি এবং তাদের সাথে ছবি তুলে, অটোগ্রাফ দিয়ে মুহুর্তগুলি ভাগ করে নেওয়ার চেষ্টা করি। 

    “কিন্তু ভক্তদেরও বুঝতে হবে যে আমরাও মানুষ। আমরা মাঠে একটা বিজয় অর্জনের জন্য প্রাণপণে লড়াই করি। আমাদের কি ব্যস্ত কিংবা ক্লান্ত অনুভব করার অনুমতি নেই? আমরা আপনাদের সমর্থন বুঝি এবং প্রশংসা করি সব সময়, এবং চেষ্টা করি আপনাদের সমর্থনের প্রতিদান যেন আমরা মাঠে ভাল খেলার মাধ্যমে দিতে পারি। কিন্তু মাঝে মাঝে আমাদের এই কঠিন পরিশ্রম এবং কঠোর চেষ্টার সাথে সব সময় নিজেকে গুছিয়ে রাখা কষ্টকর হয়ে পড়ে।”

    সমর্থকদের এরপর পরিস্থিতি বুঝতে অনুরোধ করেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক, “আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের মধ্যে কেউ যদি আপনাদের অনুরোধ না রাখতে পারি তবে তা ব্যক্তিগতভাবে নিবেন না কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি তা হয়তো আপনি যা দেখছেন তা থেকে ভিন্ন হতে পারে। হুটহাট আমাদের পরিস্থিতি বিবেচনা না করে কিংবা আমরা কেমন মুডে আছি তা বোঝার চেষ্টা ছাড়াই কোন সিদ্ধান্ত বা মতামত দিতে ব্যস্ত হয়ে পড়বেন না।”

    “আমি আমার ভক্তদের অসম্ভব ভালবাসি এবং আমি মাঠে তাদের জন্যই খেলি সেটা জাতীয় দলে হোক কিংবা কোন লিগের জন্য হোক। একই সাথে আমি আমার ভক্তদের কাছ হেকে সম্মান, ভালবাসা এবং তারা আমাকে বুঝবে এমনটাই আশা করি। আমি জানি কিছু মানুষ, যারা হয়তো আমাকে ফলো করে অথবা করে না, কিন্তু সর্বদা ছোট ছোট বিষয়ে আমাকে নিচু করতে পছন্দ করে। তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের থেকে ভাল কিছু প্রত্যাশা করতে হলে এই নীচু মানসিকতার পরিবর্তন প্রয়োজন। প্রত্যেকটা ম্যাচে আমরা এমনিতেই অনেক বেশি চাপে থাকি, নতুন কোন চাপ প্রয়োগ (না) করার জন্য বিশেষ অনুরোধ করা হল। আর এই মানসিকতার বাইরে যারা আছেন, আমি সর্বদা তাদের পাশে আছি।”

    এর আগে বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে ফেসবুকের বার্তা দিয়েও বিতর্কে পড়েছিলেন সাকিব। পরে সেই বার্তা সরিয়ে আরেকটি ভিডিও বার্তা পোস্ট করে নিজেকে ব্যাখ্যা করেছিলেন তিনি।