• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    অনুশীলনে না এসে জরিমানা গুনছেন কোর্তোয়া

    অনুশীলনে না এসে জরিমানা গুনছেন কোর্তোয়া    

    তার চেলসি ছাড়ার গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। গোলরক্ষক থিবো কোর্তোয়া গত সোমবার চেলসির অনুশীলনে না এসে সেই গুঞ্জনের পালে হাওয়া লাগিয়েছেন। শেষ পর্যন্ত অনুশীলন মিস দেওয়ার বড় অঙ্কের জরিমানা গুণতে হচ্ছে এই বেলজিয়াম গোলরক্ষককে। বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি টাকা জরিমানা দিতে হবে চেলসি গোলকিপারকে।

    কোর্তোয়া রিয়াল মাদ্রিদে যেতে চান, এমনটা বলেছিলেন তার এজেন্টও। চেলসি কোচ সারিও ইঙ্গিত দিয়েছেন,  কোর্তোয়ার ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন তিনি। কোর্তোয়া নিজেও যে চেলসিতে আর থাকতে চাইছেন না, সেটা প্রমাণ করেছেন লিগ শুরু হওয়ার অল্প কয়েকদিন আগে শুরু হওয়া অনুশীলনে না এসে।

    কোর্তোয়ার অনুশীলনে না আসা মোটেও ভালো চোখে দেখেনি কর্তৃপক্ষ। অনুশীলন মিস দেওয়ায় তাকে ২ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আবারও একই কাজ করলে জরিমানার অংকটা বাড়তে পারে, আসতে পারে অন্য শাস্তিও।

    এদিকে স্প্যানিশ গোলরক্ষক কেপা আরজিবাগালাকে ৭১ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে চেলসি। দুইয়ে দুইয়ে চার মেলালে চেলসিতে কোর্তোয়ার দিন হয়ত শেষই হয়ে এসেছে।