নেইমারের কারণেই গোলকিপারদের দাম বেড়েছে: স্মাইকেল
অন্য পজিশনের ফুটবলাররা হরহামেশাই দলবদল করেন মোটা অঙ্কের টাকায়। গোলরক্ষকরা সেই তুলনায় কখনোই খুব একটা চড়া দামে বিক্রি হননি। তবে এই মৌসুমে হুট করেই কয়েকগুণ বেড়েছে গোলরক্ষকদের দাম। লেস্টার সিটি গোলকিপার ক্যাসপার স্মাইকেল বলছেন, পিএসজিতে খেলা নেইমারের রেকর্ড দলবদলের প্রভাব পড়েছে গোলরক্ষকদের দামেও!
গত মৌসুমে রেকর্ড ২২২ মিলিয়নে বার্সেলোনা থেকে পিএসজিতে এসেছেন নেইমার। সেই প্রভাবটা পড়েছে দলবদলের বাজারে। এবার ৬৭ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসন বেকারকে দলে ভিড়িয়েছে লিভারপুল। ৮০ মিলিয়ন পাউন্ডে স্প্যানিশ কিপার কেপাকে নিয়ে রেকর্ড গড়েছে চেলসি।
স্মাইকেল বলছেন, অ্যালিসন-কেপাদের এত দামের পেছনে নেইমারের দলবদলই প্রভাব ফেলেছে, ‘এখন তো ট্রান্সফার ফি হাস্যকর রকমের বেশি। যেভাবে সবাই চড়া দামে দল বদলাচ্ছিল, সেটা গোলকিপারদের দলবদলের আসবে বলে ধারণা করছিলাম, সেটাই হয়েছে শেষ পর্যন্ত। নেইমারের সেই অবিশ্বাস্য দলবদলের কারণেই এমনতা সম্ভব হয়েছে। এটা অবশ্য ঠিকই আছে, কারণ গোলকিপাররাই জয়-পরাজয়ের পার্থক্য গড়ে দিচ্ছেন আজকাল। গোলরক্ষকদের চড়া দামে ক্লাব বদল করার ঘটনা এখন অনেক বেশি ঘটবে।’