• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    প্রিমিয়ার লিগের দামী ৫ দলবদল (২০১৮-১৯)

    প্রিমিয়ার লিগের দামী ৫ দলবদল (২০১৮-১৯)    

    শনিবার রাত থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। লিগ চলাকালে দলবদলও চালু থাকায় আপত্তি জানিয়েছিল ইউরোপের প্রায় সব বড় দলগুলোই। এর ভিত্তিতেই এবার নিয়মে কিছুটা পরিবর্তন এসেছে। লিগ শুরু হওয়ার একদিন আগেই দলবদলের মৌসুম শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল প্রিমিয়ার লিগ। সেই সময় অনুযায়ী প্রিমিয়ার লিগের দলবদলের সময় ফুরিয়ে গেছে। 



    গ্রীষ্মের দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে কাঁপিয়েছে চেলসি। প্রিমিয়ার লিগের শীর্ষ ৫ দলবদলের দুইটিই চেলসি। গোলরক্ষকদেড় দলবদলের রেকর্ড ভেঙ্গেই কেপাকে এনেছে চেলসি। চেলসির মতো সবচেয়ে পাঁচ দলবদলের তালিকায় আছে লিভারপুলের দুইজনও। নাবি কেইতা আর অ্যালিসন বেকার। শীর্ষ ৫ এ আরেকজন রিয়াদ মাহরেজ। লেস্টার সিটি থেকে মাহরেজকে দলে ভেড়াতে শেষ ১০ বছরে ৬ বারের মতো নিজেদের দলবদলের ক্লাব রেকর্ড ভেঙেছে সিটি। 

    বাকি দলগুলো বদলে ব্যস্ত থাকলেও অবাক করেছে টটেনহাম হটস্পার। গতবার প্রিমিয়ার লিগে তৃতীয় হওয়া দলটি নতুন কাউকেই দলে ভেড়ায়নি। দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের কোনো দলের নিষ্ক্রিয় হয়ে থাকার ঘটনা শেষ ১৫ বছরেরর মধ্যে এবারই প্রথম ঘটল।