• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    আত্মবিশ্বাসী সিটির সামনে সতর্ক চেলসি

    আত্মবিশ্বাসী সিটির সামনে সতর্ক চেলসি    

     

    গত মৌসুমে প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের লড়াই হয়েছিল মূলত চেলসি আর ম্যানচেস্টার সিটির মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত ব্লুজদের সাথে পেরে ওঠেনি ম্যানুয়েল পেলেগ্রিনির সিটিজেনরা। আট পয়েন্টের ব্যবধানে চেলসি হয়ে যায় ২০১৪-’১৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন। কিন্তু নতুন মৌসুম মানেই সব আবার নতুন করে শুরু করা। তাই তো এই মৌসুমের প্রথম বড় দুইদলের মুখোমুখি লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে আছে ফুটবলপ্রেমীরা।

     

     

     

    • মৌসুম শুরুর আগে প্রস্তুতির জন্য খেলা প্রাক মৌসুমটা বেশি ভালো যায়নি চেলসির। প্রাক মৌসুমে বার্সা আর পিএসজির সাথে মূল সময়ে ড্র করে পরে পেনাল্টি শুট আউটে জেতা ২টি ম্যাচ ছাড়া হেরেছে বাকি ৩টি ম্যাচ। এর মধ্যে আছে আর্সেনালের বিপক্ষে কমিউনিটি শিল্ডে ১-০ গোলের হার। মৌসুমের প্রথম ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে গোলরক্ষক থিবো কোরতোয়া লাল কার্ড দেখলে ১০ জন নিয়ে ২-২ গোলে ড্র করে ব্লুজরা।

     

     

    • অন্যদিকে ম্যান সিটি প্রাক মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-১ আর স্টুটগার্টের বিপক্ষে ৪-২ গোলে হারের লজ্জা পেলেও মৌসুমের প্রথম ম্যাচে দারুণ খেলে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ৩-০ গোলের জয় পায়। তাই ফর্মের বিচারে এগিয়ে থাকবে সিটিই।

     

     

    • সোয়ানসি সিটির সাথে ২-২ গোলে ড্র করা ম্যাচে চেলসি ম্যানেজার জোসে মরিনহো বাধান এক বিতর্ক। নিজের ক্লাব ডাক্তারদের দারুণ সমালোচনা করেন তিনি। এতে বিতর্কের ঝড় উঠে। অনেকের মতে এই ঘটনা ক্লাবের ভেতরে অশান্তি সৃষ্টির কারণ হতে পারে। কিন্তু মরিনহো পরবর্তীতে গণমাধ্যমকে জানিয়েছেন যে ঐ ঘটনায় ক্লাব ডাক্তারদের সাথে তার সম্পর্কের কন অবনতি হয়নি আর এতে দলের খেলায় কোন প্রভাব পড়বে না। এই ম্যাচের পরেই বোঝা যাবে ‘দ্যা স্পেশাল ওয়ান’ এর দাবীর যথার্থতা কতটুকু।

     

    • প্রথম লীগ ম্যাচে লাল কার্ড দেখায় দলে থাকবেন না চেলসির বেলজিয়ান গোলরক্ষক থিবো কোরতোয়া। চেলসির গোলবার পাহারা দিবেন এই মৌসুমেই স্টোক সিটি থেকে কিনে আনা গোলরক্ষক আসমির বেগোভিচ। এছাড়া ট্রেনিং এ হালকা চোটের কারণে ম্যাচ মিসের শঙ্কায় আছেন ব্রাজিলিয়ান অস্কার।

     

     

    • ম্যান সিটি ম্যানেজার পেল্লেগ্রিনি জানিয়েছেন ফাবিয়ান ডেলফ আর ফার্নান্দো ছাড়া দলে কারো ইনজুরি নেই। ওয়েস্ট ব্রমের বিপক্ষে হালকা চোট পাওয়া ইয়া ইয়া তৌরেকে নিয়ে সিটি ফ্যানদের সংশয় দূর হলো এতে। এছাড়াও কোপা আমেরিকা খেলে পর্যাপ্ত ম্যাচ ফিট না থাকায় প্রথম ম্যাচে শুরুতে না খেলা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো খেলতে পারেন শুরু থেকেই।

     

     

    সম্ভাব্য একাদশঃ

    ম্যানচেস্টার সিটি(৪-২-৩-১): হার্ট, জাবালেতা, কম্পানি, মাঙ্গালা, কোলারভ, তৌরে, ফার্নান্দিনহো, নাভাস, সিলভা, স্টার্লিং, আগুয়েরো

    চেলসি(৪-২-৩-১): বেগোভিচ, ইভানোভিচ, ক্যাহিল, টেরী, অ্যাজপিলিকুয়েটা, জুমা, ম্যাটিচ, উইলিয়ান, ফ্যাব্রেগাস, হ্যাজার্ড, কস্তা