• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    আমার পদবি বদলে 'হেড কোচ' রাখা হোক: মরিনহো

    আমার পদবি বদলে 'হেড কোচ' রাখা হোক: মরিনহো    

     

    নতুন ফুটবলার কিনতে না পারার হতাশাটা ব্যক্ত করেছিলেন কয়েকদিন আগেও। হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড নতুন মৌসুম শুরু করেছে নতুন কাউকে না কিনেই। এরকম পরিস্থিতিতে ক্লাব কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ মরিনহো বলছেন, ইউনাইটেডের ম্যানেজার নয়, তার পদবি বদলে হেড কোচ রাখলেই ভালো হয়।

    দলবদলের মৌসুমে কাউকে কিনতে না পেরে যারপরনাই হতাশ মরিনহো, ‘শুধু আমাদের না, সবার জন্যই এই মৌসুমটা কঠিন হবে। কয়েক মাস ধরে ভেবেছি দলবদলের মৌসুমে কী কী করবো। কিন্তু নতুন মৌসুম শুরু হয়ে গেলো, এখন যে অবস্থায় আছি সেটা একদমই ভাবিনি। এ নিয়ে শেষবারের মতো কথা বলছি, দলবদলের মৌসুম শেষ। আসলে ক্লাব কর্তৃপক্ষের উচিত আমাদের পদবি ‘হেড কোচ’ রাখা, যেহেতু আমাদের কথা কেউ কানেই তোলেন না।’

    অন্য ক্লাব ফুটবলার কেনার ক্ষেত্রে টাকা খরচ করে ইউনাইটেডের চেয়ে এগিয়ে যাচ্ছে বলেই ধারণা মরিনহোর, ‘আমরা এমন দলের সাথে খেলি যারা আমাদের চেয়ে অনেক বেশি খরচ করে। এখন অতীত ইতিহাস, ক্লাবে ঐতিহ্যও, নাম সব ভুলে যাওয়ার সময় এসেছে। যখন আপনার প্রতিপক্ষ আপনার চেয়ে এসব ব্যাপারে এগিয়ে থাকে, তখন লড়াইটা কঠিন হয়ে যায়।’

    মৌসুমটা জয় দিয়ে শুরু করলেও মরিনহোর মনের ক্ষোভটা কিন্তু থেকেই গেলো।