• " />

     

    বর্ণবাদী মন্তব্য করে ৬ ম্যাচ নিষিদ্ধ

    বর্ণবাদী মন্তব্য করে ৬ ম্যাচ নিষিদ্ধ    

     

    বর্ণবাদী মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন। চাইনিজ লিগে প্রতিপক্ষের ফুটবলার ডেমবা বাকে বর্ণবাদী মন্তব্য করায় শেষ পর্যন্ত শাস্তির মুখোমুখি হতে হচ্ছে জেং লিকে। চাইনিজ লিগের আগামী ৬ ম্যাচে খেলতে পারবেন না চ্যাংচুন ইয়াতাই মিডফিল্ডার লি, সাথে গুণতে হবে মোটা অঙ্কের জরিমানাও।

    চাইনিজ সংবাদমাধ্যম জানিয়েছিল, সাংহাই সেনহুয়া ও চ্যাংচুন ইয়াতায়ের মধ্যকার ম্যাচের এক পর্যায়ে ডেমবা বার সাথে ধাক্কা লাগে প্রতিপক্ষের এক ফুটবলারের। তখন ডেমবা বার সাথে তর্কে জড়িয়ে পড়েন জেং লি। তর্কের এক পর্যায়ে লি ডেমবাকে ‘কালো’ বলে সম্বোধন করেন। এতে যারপরনাই চটেছিলেন ডেমবা  তার সতীর্থরা। লির সাথে তাদের তর্ক চলে বেশ কিছুক্ষণ। রেফারি অনেক চেষ্টার পর পরিস্থিতি সামাল দেন।

    চাইনিজ লিগ কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, বর্ণবাদী মন্তব্য নয়, তর্ক করার জন্যই নাকি নিষিদ্ধ করা হয়েছে লিকে, 'লিগের নিয়ম অনুযায়ী কেউ যদি ম্যাচের ভেতর অপ্রীতিকর পরিস্থিতির জন্ম দেয়, তাকে শাস্তি পেতেই হবে। খেলার স্বাভাবিক গতি রোধ করাতেই নিষিদ্ধ করা হয়েছে লিকে।'লিকে ৬ ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ৪২ হাজার ইয়েন জরিমানা করেছে দেশটির ফুটবল ফেডারেশন।