সমর্থকদের অভিবাদনে মুগ্ধ হয়েই জুভেন্টাসে এসেছেন রোনালদো!
জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন লিগে সেই স্মরণীয় বাইসাইকেল কিকে মুগ্ধ করেছিলেন সবাইকে। ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই গোলের মুগ্ধতা ছুঁয়ে গিয়েছিল জুভেন্টাস ভক্তদেরও, দাঁড়িয়ে রোনালদোকে অভিবাদনও জানিয়েছিলেন তারা। কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়া রোনালদো বলছেন, জুভ সমর্থকদের ওই অভিবাদন তাকে এই ক্লাবে আসার ব্যাপারে আরও অনুপ্রাণিত করেছিল।
প্রতিপক্ষের সমর্থকরা গোলের পর উঠে দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছেন, দৃশ্যটার সাথে খুব একটা পরিচিত নন রোনালদো। বাইসাইকেল কিকের পর জুভেন্টাস ভক্তদের ওই হাততালি তাকে দারুণভাবে নাড়া দিয়েছিল বলেই জানান, ‘আমার সাথে এরকমটা আগে কখনোই হয়নি। ওই মুহূর্ত থেকে আমি এই ক্লাবকে আরও বেশি ভালবাসতে শুরু করি। ছোট ছোট ব্যাপারগুলো আসলে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। হয়ত জুভেন্টাসে আসার এটাই প্রধান কারণ নয়, তবে এটা অন্যতম কারণ বটে।’
শৈশব থেকেই জুভেন্টাসে খেলার স্বপ্ন দেখতেন বলেই জুভেন্টাস টিভিকে জানান রোনালদো, ‘জুভেন্টাস ঐতিহ্যবাহী একটি ক্লাব। ছোটবেলা থেকেই এখানে খেলার স্বপ্ন দেখেছি। এটা ইতালির তো বটেই, বিশ্বের বড় ক্লাবগুলোর একটি। এটা আমার কাছে পরিবারের মতো।’
১৮ আগস্ট শিয়েভোর বিপক্ষে ম্যাচ দিয়ে তুরিনের বুড়িদের হয়ে অভিষেক হচ্ছে রোনালদোর।