সুপার কাপ ফাইনাল বয়কট করবে সেভিয়া?
তিনজনের বেশি অ-ইউরোপিয়ান ফুটবলার খেলতে পারবেন না স্প্যানিশ লিগে, নিয়ম ছিল এমনটাই। তবে স্প্যানিশ সুপার লিগের ফাইনালের একদিন আগে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফাইনালে জাতীয়তার ভিত্তিতে ফুটবলার খেলানো বাধ্যতামূলক নয়। এতে খানিকটা সুবিধাই পাচ্ছে বার্সেলোনা, তারা খেলাতে পারবেন আর্থার মেলো, ম্যালকম ও আর্তুরো ভিদালের মতো নতুন অ-ইউরোপিয়ান ফুটবলারদের। কিন্তু এতে বেঁকে বসেছে সেভিয়া, ফাইনালে এরকম কিছু হলে তারা ফাইনাল বয়কট করবে, একই সাথে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছে তারা!
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের এমন সিধান্তে রীতিমত হতবাক সেভিয়া, ‘ফাইনালের ২৪ ঘণ্টা আগে ফেডারেশনের এমন ঘোষণা সেভিয়া অবাক হয়েছে। এতে বলা হয়েছে, যত খুশি অ-ইউরোপিয়ান ফুটবলার খেলানো যাবে। যদিও কিছুদিন আগেও তারা বলেছিল, সর্বোচ্চ তিনজন অ-ইউরোপিয়ান খেলতে পারবেন! সেভিয়ার আইনজীবীরা বিষয়টা খতিয়ে দেখছেন। যদি বার্সা ৩ জনের বেশি অ-ইউরোপিয়ান ফুটবলার খেলায়, তাহলে আমরা আদালতে যাবো।’
এদিকে এই সমস্যাকে সামনে রেখে বার্সার ফিলিপ কুতিনিয়ো নতুন পাসপোর্ট বানাবেন বলেই জানা গেছে। পর্তুগিজ স্ত্রীর সুবাদে সেই দেশের পাসপোর্ট নিতে পারেন তিনি। ফলে ভালভার্দের দল নির্বাচনে কিছুটা হলেও সুবিধা হবে।