• ক্রিকেট

ফোটনেচ্ছুক ঝরে যাওয়া কলিটি...

পোস্টটি ১৬৫৭ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।


_89192530_instagramtaylor

মাত্র সাতটি টেস্ট আর ২৬টি ওয়ানডে খেলা জেমস টেলরকে, ক্রিকেটের একান্ত মনোযোগী ছাত্ররা ছাড়া অনেকেই না-ও চিনতে পারেন । কারণ মনে রাখার মতো তেমন কিছু হয়তো তিনি করতে পারেননি । তবে অনেক কিছু করার আশা জাগিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন । সবচেয়ে বড় কথা ক্রিকেটের এমন ধুন্ধুমার মারকাটারী যুগেও টেলর ছিলেন সেই আদ্যিকালের ব্যাকরণ-মানা ব্যাটসম্যানদের একজন । সেই তিনি নাকি হৃদপিন্ডের কি এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন ! তাও আবার জানতে পারলেন গত সপ্তাহে । এবং বিদায় বলে দিলেন তাঁর আজন্ম ভালবাসা ব্যাট-বলের ক্রিকেট কে । হায়, এ ধরণী কত নিষ্ঠুর !

ঘটনার ঘনঘটায় হয়তো অনেকটাই বিহ্বল টেলর নিজেই । টুইট করেছেন... “বলা ভালো, এটা সবচেয়ে কঠিন সপ্তাহ আমার জীবনে । আমার পৃথিবী পুরো বদলে গেল । কিন্তু আমি এখানে থাকতে চাই, এবং ব্যাটিং করতে চাই” । শেষে আবার হ্যাশ ট্যাগে ‘লাইফ টু শর্ট’ বলে ভীষণ জোরে নাড়া দিয়ে বসেছেন ক্রিকেটপ্রেমীদের চিত্তটাকেও ।



_89191404_taylor1

 

প্রতিশ্রতিশীল এমন একজন ক্রিকেটারের এভাবে বিদায়ে পুরো বিশ্ব ক্রিকেটই কিছুটা শোকস্তদ্ধ । কেউ হয়েছেন হতবাক, কেউ গেছেন চমকে, কেউ যুগিয়েছেন সাহস, কেউ আবার জানিয়েছেন অকৃত্রিম শুভকামনা । বর্তমান থেকে সাবেক, অনেক ক্রিকেটারই টেলরকে জানিয়েছেন শুভাশীষ ও সহমর্মিতা ।

 

‘প্রিয় ভাই, খুব দুঃখ পেলাম খবরটা শুনে । তোমাকে জানাই শুভকামনা । দৃঢ় মনোবলের সাথেই তুমি খেলেছিলে এবং সেটাই ধরে রাখো । শান্তি এবং ভালবাসা’ । -হাশিম আমলা

‘জেমস টেলর সম্পর্কে ভয়ংকর এক সংবাদ শুনলাম । তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাকে জানাচ্ছি শুভকামনা’ । -মাহেলা জয়াবর্ধনে

জেমস টেলরের জন্য রইল শুভকামনা । তাঁর অবস্থা সম্পর্কে খুব খারাপ সংবাদ পেলাম । এবং ফলে তাঁর অবসরও নিতে হলো, এমন এক কাজ থেকে যা সে করতে ভালবাসত ! -মিচেল জনসন

‘খারাপ লাগলো খবরটা শুনে । তোমার বিপক্ষে খেলার সময়টা আনন্দের ছিল, মেট ! তোমার জন্য শুভকামনা এবং আমাদের প্রার্থনা রইল’ । -জে পি ডুমিনি

‘টেলর সম্পর্কে খবরটা শুনে খারাপ লাগলো । দ্রুত আরোগ্য কামনা করছি’ । -স্টিভ স্মিথ

‘শকড হলাম টেলরের খবরটা শুনে’ । -রোহিত শর্মা

‘খুব অসন্তুষ্ট হলাম, আজ টেলর সম্পর্কে খবরটা শুনে । এটা রুঢ় এবং পুরোপুরি অন্যায় । তোমার সুসময় কামনা করছি, মেট !’ –স্টিভেন ফিন

‘ভীষন মেধাবী এবং চূড়ান্ত পেশাদার একজন । খেলাটা তোমাকে মিস করবে’ । -জস বাটলার

‘এটা দেখে খুব খারাপ লাগছে যে, ক্যারিয়ারটা বড্ড ছোট হয়ে গেল হার্টের একটা অসুখের কারণে । তোমার জন্য শুভকামনা, চ্যাম্প !’ -ফ্যাফ ডু প্লেসিস

‘খুব দুঃখ পেলাম টেলর সম্পর্কে ভয়ংকর খবরটা শুনে । তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি । এবং ভবিষ্যতের জন্য রইল শুভকামনা’ । -কেভিন পিটারসেন

 

সবার এমন অকুন্ঠ সমর্থন ও ভালবাসায় কিছুটা আপ্লুতই বুঝি হয়ে গেছেন জেমস টেলর । তাঁর টুইটারে তিনি লিখেছেন, “তোমাদের সকলের সহযোগিতা গ্রহন করে আমি উচ্ছসিত । তোমরা হয়তো বুঝতে পারছ না, এটা আমার কাছে কতটা অর্থ বহন করে । এবং কতটা সাহায্য করেছে । সবাইকে ধন্যবাদ !”

 

আপনার আরোগ্য ও শান্তি কামনা করছি, টেলর ! ফিরে আসুন আমাদের মাঝে । ফিরে আসুন আপনার প্রিয় সবুজ মাঠে, ভালবাসার ব্যাটটি হাতে ।