সম্পাদক নির্বাচিত সেরা দশ : 'খেলার লেখা, লেখার খেলা'-৩
পোস্টটি ৭২১১ বার পঠিত হয়েছে
সম্পাদকের পছন্দকৃত এই দশটি লেখা পাঠকদের ভোট এবং মতামতের জন্য উন্মুক্ত করা হচ্ছে। ধারাবাহিকভাবে প্যাভিলিয়নের ফেসবুক পেইজেও প্রকাশ করা হচ্ছে সেরা দশটি লেখা। যে লেখা সবচেয়ে বেশি লাইক -শেয়ার-মন্তব্য পাবে সেখান থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ী নির্বাচন করা হবে। পাঠকদের ভোটপ্রদানের সময় ৬-১০ জুন, ২০১৭।
বাছাইকৃত দশটি ফিচার : (প্রকাশকালের অধঃক্রম অনুসারে)
১) ক্যারিবীয় সাগরে লাল সবুজের সূর্যোদয় - সাইদুজ্জামান আহাদ
২) আমি মারাকানা দেখিনি, আমি মিরপুর দেখেছি - ইমতিয়াজ আজাদ
৩) ইংল্যান্ড বধ ও আগুনের গোলা - ওয়ারদা বিনতে হুমায়ূন
৪) যে ম্যাচ বাংলাদেশ খেলেছিলো ১২ জন নিয়ে - মো. সাইফ
৫) সামর্থ্য ঘোষণার সেই রাত - মোঃ ইয়াসির ইরফান
৬) বৃহস্পতিবারেরা - পার্থ পিউস রোজারিও
৭) 'প্রহর শেষের আলোয় রাঙা' ম্যাচটি - রেজওয়ান রহমান সাদিদ
৮ ) ঘরের মাঠে আমাদের প্রথম জয়ের গল্প - নাজিম উদ্দিন নাহিদ
৯) নব প্রজন্মের জন্ম দিয়েছিল যে ম্যাচ - সঞ্জয় বসাক পার্থ
১০) '২' এর দ্যোতনা - মিশু কাজী
- 0 মন্তব্য