তারকা ফুটবলারদের যত মজার ডাকনাম।
পোস্টটি ১৫৫৯০ বার পঠিত হয়েছেফুটবল মাঠ আর মাঠের বাইরে ফুটবল তারকারা অনেকসময় নিজের নামের চেয়েও বেশি পরিচিত হয়ে উঠেন। কখনোওবা ডাকনাম ই তাদের আসল নামের চেয়ে উজ্জল হয়ে উঠে। যেমন ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড বস হোসে মৌরিনহো পরিচিত দ্যা স্পেশাল ওয়ান নামে। লিভারপুল কোচ জার্গেইন ক্লপ অবশ্য স্পেশাল নন; তিনি 'দ্যা নরমাল ওয়ান' নামে পরিচিত! এগুলো ছাপিয়ে আজ বলবো কয়েকজন তারকা ফুটবলারের মজার ডাকনামের কথা।
★ পেলে : ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলারকে সবাই তার ডাকনামেই চেনে। তার আসল নাম এডসন আরান্তেস ডু নাসিমেন্তো। খুব ছোটবেলায় তিনি গোলরক্ষক হিসাবে খেলতেন এবং প্রতিটি গোল রক্ষা করে বলে উঠতেন, ‘দেখ, আমি কত্ত বড় বাইলে’! সে সময় ব্রাজিলে গোলরক্ষককে বাইলে বলা হতো। বাইলের ভুল উচ্চারণ থেকেই তার নাম হয়ে যায় পেলে। তিনি কালো মানিক নামেও পরিচিত।
★ গারিঞ্চা : ব্রাজিলের আরেক কিংবদন্তি ফুটবলার গারিঞ্চা। পেলের সতীর্থ ছিলেন ব্রাজিল দলে। তার আসল নাম ম্যানোয়েল দস সান্তোস। গারিঞ্চা হচ্ছে একটি পাখির নাম। গারিঞ্চা ছোটবেলায় এই পাখিটি শিকার করতে খুব পছন্দ করতেন।
★ দিয়েগো ম্যারাডোনা : আর্জেন্টিনায় তাকে ‘এল পাইব ডি অরো’ নামে ডাকা হয়। ‘ফেলুসা’ নামেও তিনি ব্যাপকভাবে পরিচিত।
★ লেভ ইয়াসিন : রাশিয়ার এই সর্বকালের সেরা গোলরক্ষককে ডাকা হতো ‘দ্য ব্ল্যাক স্পাইডার’ নামে।
★ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার : জার্মানির এই জীবন্ত ফুটবল কিংবদন্তিকে ডাকা হতো ‘দ্য কাইজার’ নামে।
★ গার্ড মুলার : জার্মানির আরেক প্রখ্যাত ফুটবলার গার্ড মুলারকে ডাকা হতো ‘দ্য ফ্যাট ওয়ান’ ও ‘বম্বার’ নামে।
★ ফেরেঙ্ক পুসকাস : হাঙ্গেরির সর্বকালের সেরা স্ট্রাইকার ফেরেঙ্ক পুসকাসকে ডাকা হতো ‘দ্য গ্যালোপিং মেজর’ নামে। ১৯৫০-এর বিশ্বকাপে তিনি ছিলেন অন্যতম সেরা তারকা।
★ জ্যাক চার্লটন : সর্বকালের অন্যতম সেরা ইংলিশ ফুটবলার জ্যাক চার্লটনকে ‘দ্য জিরাফ’ বলে ডাকা হতো।
★ মার্কো ভ্যান বাস্তেন : হল্যান্ডের এই তুখোড় গোলমেশিনকে ‘দ্য সোয়ান অব উট্রেচ্ট’ (মহান গোলদাতা) বলে ডাকা হতো।
★ রুড গুলিত : হল্যান্ডের এই সাবেক স্টাইলিশ স্ট্রাইকারকে ডাকা হতো ‘ইল টিউলিপো নিরো’ নামে (যার অর্থ কালো টিউলিপ )
★ পল গ্যাসকয়েন : মাঠ এবং মাঠের বাইরের নানা কাজের জন্য এক সময় আড্ডায় তার নামটি এক ফাঁকে উঠতই। নন্দিত-নিন্দিত এই সাবেক ইংলিশ বুটার গাজ্জা নামেই সবার কাছে পরিচিত ছিলেন।
★ ডেভিড বেকহ্যাম : ফ্যাশন দুরস্ত ইংলিশ ফুটবল তারকা ডেভিড ব্যাকহ্যাম ‘গোল্ডেন বলস’ নামে ডাকা হয়। তার স্ত্রী ভিক্টোরিয়া ‘পশ’ তার জীবনীগ্রন্থে বেকহ্যামকে এই নাম দিয়েছেন। তাকে ‘স্পাইস বয়’ নামেও ডাকা হয়।
★ ইউসেবিও ডা সিলভা : পর্তুগিজ ফুটবলার ইউসেবিওকে ডাকা হতো ‘ব্ল্যাক প্যান্থার’ নামে।
★ কেভিন কিগান : ইংলিশ স্ট্রাইকার কেভিন কিগানকে ডাকা হতো ‘মাইটি মাউস’ নামে।
★ জিনেদিন জিদান : ফ্রান্সের বিশ্ব মাতানো এই সাবেক ফুটবলারকে সবাই ‘জিজ্জু’ নামে ডাকে।
★ রবার্তো ব্যাজ্জিও : ইতালির এই সাবেক তারকাকে তার বেণী বাঁধা চুলের জন্য ডাকা হতো ‘দ্য ডিভাইন পনিটেইল’ নামে।
★ মাইকেল ওয়েন : ইংল্যান্ডের এই সাবেক স্ট্রাইকারকে ডাকা হয় ‘ওয়ান্ডার বয়’ নামে।
★ মার্সেলো সালাস : চিলির এই সাবেক তারকার ডাকনাম ছিল ‘ম্যাটাডর’।
★ লিওয়েন মেসি : আর্জেন্টিনার অন্যতম সেরা তারকা মেসিকে ডাকা হয় ‘অ্যাটমিক ফি’ নামে। একে মেসিয়াহ্ নামেও ডাকা হয়।
★ কাকা : ব্রাজিলের তারকা স্ট্রাইকার কাকা তার জাদুকরী ফুটবল প্রতিভার জন্য ‘দ্য ম্যাজিসিয়ান’ নামে পরিচিতি। তাকে ‘গোল্ডেন বয়’ও বলা হয়।
★ ওয়েন রুনি : বর্তমান ইংল্যান্ড দলের তারকা ওয়েন রুনিকে ‘হোয়াইট পেলে’ নামে ডাকা হয়।
★ ক্রিশ্চিয়ানো রোনানদো : বর্তমান বিশ্বের অন্যতম সাড়া জাগানো পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনানাদোকে ‘ক্রাই বেবি’ নামে ডাকা হয়। তার পাস থেকে সতীর্থরা গোল করতে ব্যর্থ হলে তিনি চিৎকার করে ওঠেন বলে তাকে এ নাম দেওয়া হয়েছে।
★ থিয়েরি অরি : ফ্রান্সের অধিনায়ক থিয়েরি অরিকে ডাকা হয় ‘টিটি’ নামে।
★ জোয়ান সাবাস্তিয়ান ভেরন : এই আর্জেন্টাইন দাপুটে ফুটবলার ‘দ্য লিটল উইচ’ নামে পরিচিত। তাকে এ নামে ডাকার কারণ জাদুবিদ্যায় অত্যন্ত দক্ষ ছিলেন তার বাবা, যাকে ডাকা হতো ‘উইচ’ বলে।
★ গাব্রিয়েল বাতিস্তুতা : সাবেক এই আর্জেন্টাইন ফুটবলারকে ‘বাতিগোল’ নামে ডাকা হতো।
★ স্যামুয়েল ইতো : ক্যামেরুনের সাড়া জাগানো স্ট্রাইকার স্যামুয়েল ইতোকে প্যান্তেরা নেগ্রা (দ্য ব্ল্যাক প্যান্থার) নামে ডাকা হয়।
★ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড : ইংল্যান্ড দলের সাবেক অন্যতম সেরা তারকা ল্যাম্পার্ডকে ‘ফ্যাট ফ্র্যাঙ্ক’ ও ‘সুপার ফ্র্যাঙ্ক’ নামে ডাকা হয়।
★ চার্লস পাউওল : এই স্প্যানিশ ফুটবল তারকাকে ‘টারজান’ নামে ডাকা হয়।
★ দিদিয়ের দ্রগবা : আইভরি কোস্টের এই তারকা স্ট্রাইকারের ডাকনাম ‘দ্রগবাজুকা’ ও ‘দ্রগ’।
★ জিওবানিগদো ডা সিলভা সৌজাঃ এই নামের কোনো ফুটবলারের সাথে পরিচয় আছে ফুটবল ফ্যানদের? যদি বলি অবশ্যই, এবং বেশ ভালোভাবে ই আছে- তাহলে কি অবাক হবেন? 'হাল্ক' নামের সাথে সবাই পরিচিত হলেও তার আসল নামে অনেকেই চিনেন না। ছোটবেলায় তার প্রিয় কার্টুন চরিত্র ছিলো হাল্ক। তার বাবা বলেছিলেন হাল্কের মতো শারীরিক ক্ষমতা তৈরি করার জন্য। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বর্তমানে আড়ালে থাকলেও হাল্ক নামেই সমধিক পরিচিত।
★ আলেক্স মরগানঃ সুন্দরী এই ফুটবলারের ডাক নাম 'বেবি হর্স'। লম্বা লম্বা পা দুটি পায়ে মরগান যেভাবে দৌড়ান, তাতে মনে হতেই পারে ফুটবল পিচে কোনো বাচ্চা ঘোড়া দৌড়াচ্চে।
★ জি সাং পার্কঃ কোরিয়ান এই ফুটবলারের ডাক নাম 'দ্যা থ্রি লান্স'। মাঠে অস্বাভাবিক ক্ষিপ্রতা, ফুলটাইম খেলার যে স্ট্যাবিলিটি- তাতে কোরিয়ান ফুটবল বিশেষজ্ঞরা তাকে ডাকেন কোরিয়ান নিউক্লিয়ার পাওয়ার নামে।
★ আন্দ্রে পিরলোঃ ইতালিয়ান মিডফিল্ডার কাণ্ডারি পিরলোকে ডাকা হয় এল মায়েস্ত্র নামে। গোছানো ফুটবল আর মধ্যমাঠে অতীন্দ্রিয়তা দেখানো পরলোর আরেক ডাকনাম দ্যা প্রফেসর।
★ রোনাল্ডো নাজারিওঃ ব্রাজিলের সর্বকালের ২য় সর্বোচ্চ গোলদাতা এই ফুটবলারের পুরো নাম 'রোনাল্ডো নাজারিও ডি লিমা।' ফুটবল মাঠে এবং মাঠের বাইরে তাকে ডাকা হয় 'এল ফেনোমেনো' বা দ্যা ফেনোমেনো নামে। রিয়েল রোনাল্ডো বা ফ্যাট রোনাল্ডো নামেও তিনি পরিচিত।
★ গিলবার্তো সিলভাঃ ব্রাজিলিয়ান এ ফুটবলার হোল্ডিং রোল টু রাইট ইন ফ্রন্ট ডিফেন্সে অসামান্য ক্ষমতাধর ছিলেন। গিলবার্তো সিলভার ডাকনাম ছিলো 'দ্যা ইনভিন্সিবল ওয়াল।'
★ জোয়ান রিকুইলিমেঃ আর্জেন্টাইন এই তারকা ফুটবলার ডাকনাম 'দ্যা লেজি উইজার্ড।' মূলত, মাঠে একটু আলসে, আর আন-এথলেটিক মোডের জন্যে তাকে এমন নামে ডাকা হতো। যদিও অসম্ভব ক্ষীপ্র ছিলেন রিকুইলিমে।
★ রোনালদিনহোঃ ব্রাজিলিয়ান জীবন্ত কিংবদন্তি তুল্য বিশ্বকাপজয়ী ফুটবলার, বার্সার স্বর্ণযুগের রুপকার- রোনালদিনহো গাউচো। অতিমানবীয় সব স্কিলের জন্য তাকে ডাকা হতো 'দ্যা ওয়ান ম্যান শো'। দিনহো পায়ে ছিলো ম্যাজিক, মুখে হাসি লেগেই থাকতো সবসময়।
★ ফার্নান্দো তোরেসঃ স্পেনিশ বিশ্বকাপজয়ী ফার্নান্দো তোরেসের ডাকনাম 'এল নিনো' বা দ্যা কিড। স্পেনিশ এই সুপারস্টার খুব অল্প বয়সেই জায়ান্ট ক্লাব এতলেটিকো মাদ্রিদের অধিনায়কত্ব পান।
★ পল স্কোলসঃ ইংল্যান্ড এবং ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড কিংবদন্তির ডাকনাম 'দ্যা জিনগার কিং। এছাড়াও 'জিনগার নিঞ্জা' নামেও ডাকা হয় তাকে।
★ জাভিয়ের জেনেত্তিঃ আর্জেন্টাইন ইন্টার মিলানের সাবেক এই তারকা ফুটবলারের ডাকনাম 'এল ট্রাক্টর' বা দ্যা ট্রাক্টর নামে।
★ এরিক ক্যান্টনাঃ সাবেক ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড কিংবদন্তী এরিক ক্যান্টনার ডাকনাম ছিলো 'দ্যা কিং'.. ম্যাঞ্চেষ্টার ফ্যানরা সময়ের সেরা এ তারকা' ফুটলারকে এমন নাম দিয়েছিলো।
© আহমদ আতিকুজামান।
- 0 মন্তব্য