হকি ওয়ার্ল্ড কাপ টিভি কাভারেজ রেকর্ড ১৯৪টি দেশে
পোস্টটি ২৬০৪ বার পঠিত হয়েছে
- উড়িষ্যা হকি মেনস্ ওয়ার্ল্ড কাপ, ভুবনেশ্বর ২০১৮ ১৯৪টি দেশে সম্প্রচারিত হচ্ছে
- ২০১৪ সালের ওয়ার্ল্ড কাপের তুলনায় এবার ১৫০% বেশি টিভি কাভারেজ
- ৩০টিরও বেশি ব্রডকাস্টিং কোম্পানি সম্প্রচার করছে
আন্তর্জাতিক হকি ফেডারেশন এবার ৩০টিরও বেশি ব্রডকাস্টিং কোম্পানির সাথে চুক্তি করেছে যার ফলে এবারে হকি বিশ্বকাপ রেকর্ড ১৯৪টি দেশে সম্প্রচারিত হচ্ছে।
গতবারের তুলনায় এবার ১৫০% বেশি দেশে সম্প্রচারিত হচ্ছে এবারের হকি বিশ্বকাপ! সেই সাথে সম্প্রচারকারী ব্রডকাস্টিং কোম্পানির সংখ্যা গতবারের তুলনায় দ্বিগুণ।
এছাড়া যেসব দেশে এফআইএইচ মিডিয়া সম্প্রচার চুক্তি করেনি সেসব দেশে আন্তর্জাতিক হকি ফেডারেশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকটি খেলা সরাসরি সম্প্রচার করবে এফআইএইচ।
আন্তর্জাতিক হকি ফেডারেশনের সিইও থিয়েরি ওয়েল বলেন, "আমরা সবসময়ই চেষ্টা করি হকিকে সর্বোচ্চ মানুষের মাঝে ছড়িয়ে দিতে। এবারের রেকর্ড সংখ্যাক দেশে সম্প্রচার হকিকে আগের চেয়ে অনেক বেশি মানুষের চোখের সামনে নিয়ে আসবে।"
[আরও পড়ুনঃ হকি প্রো লীগে উদ্দীপ্ত দর্শক ও রোল মডেলদের প্রত্যাশা মেরিনোর]
হকি বিশ্বকাপের এবারের পুরুষদের আসরের পর্দা নামবে ১৬ ডিসেম্বর। স্টার স্পোর্টস হকি বিশ্বকাপের সবকয়টি খেলা সরাসরি সম্প্রচার করবে।
এবারের হকি বিশ্বকাপের সকল ম্যাচের শিডিউল, পয়েন্ট টেবিল এবং অন্যান্য খবরাখবর জানতে ক্লিক করুন এই লিংকে।
[ছবি কৃতজ্ঞতাঃ এফআইএইচ]
- 0 মন্তব্য