• হকি

হেড কোচ আন্নান এর ফর্মুলাঃ জলবৎ সরলং

পোস্টটি ২১০৬ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

হকি চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে চমৎকারভাবে ২০১৮ বছরটি শেষ করেছে নেদারল্যান্ডস। সেই জয়ের মাধ্যমে কোচ অ্যালিসন আন্নানের দল টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন পর্যন্ত ধরে রেখেছে। সেই সাথে ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং-এ টানা সাত বছর দুই মাস শীর্ষে অবস্থান করার মুকুটটিও নিজেদের দখলে রেখেছে নেদারল্যান্ডস! সব মিলিয়ে বেশ ভালো ভাবেই উদ্বোধনী হকি প্রো লীগের জন্য তৈরি হয়ে আছে ডাচ মেয়েরা।

ডাচ নারীদের ঝুলিতে আছে হকি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ও সর্বশেষ চ্যাম্পিয়ন হবার গৌরব। নারীদের হকির এ অপ্রতিরোধ্য শক্তি নিজেদের সাফল্যের ঝুড়িতে আরও একটি ট্রফি যোগ করার জন্য হকি প্রো লীগের দিকে লক্ষ্য তাক করে আছে।  

বিশ্বকাপ জয়ী এই দল তাদের হকি প্রো লীগ যাত্রা শুরু করবে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দেশ নিউজিল্যান্ড থেকে। আগামী বছরের ২৭ জানুয়ারী হকি প্রো লীগের উদ্বোধনী ম্যাচে তারা নিউজিল্যান্ডের মেয়েদের সাথে লড়বে ব্ল্যাক স্টিকদের বিখ্যাত "হোম অফ হকি" খ্যাত অকল্যান্ডের নর্থ হারবার হকি স্টেডিয়ামে। তারপর তারা একে একে অস্ট্রেলিয়া, আর্জেটিনা, যুক্তরাষ্ট্র ও চায়না ঘুরে এপ্রিলে ইউরোপে ফিরবে নিজেদের হোম ম্যাচগুলো খেলার জন্য।

কমলা জার্সির দলকে সব দলের বিপক্ষে শুধু নিজেদের সর্বোচ্চটাই দিতে হবে যে তা নয়, বিশ্বজুড়ে ভ্রুমণের ক্লান্তিকে মাথায় রেখে নিজেদের সবটুকু ঢেলে দেওয়ার কথাও ভাবতে হবে। কারণ হকি প্রো লীগের সব ম্যাচ যে অনুষ্ঠিত হবে হোম-অ্যাওয়ে ভিত্তিতে।

"সবার কাছেই এটা নতুন তাই আমাদের ভ্রমণ ক্লান্তির সাথে মানিয়ে চলতে হবে,"  — বলছিলেন অন্যতম সেরা ড্র্যাগ-ফ্লিক স্পেশালিস্ট কায়া ভন মাসাকার। "অনেক বিশ্রামের সুযোগ থাকবে কারণ এটাই ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি। এছাড়া আমাদের নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে হবে এবং  ভ্রমণের ব্যাপারটা আমাদের মাথা থেকে বের করে দিতে হবে। এবং আমি নিশ্চিত প্রস্তুতির পাশাপাশি নেটফ্লিক্সও চলবে।"

একদিকে খেলোয়াড়রা যেমন কাজ করছেন খাবার, আবহাওয়া এবং ঘুমের সময়ের সাথে মানিয়ে নিতে, অন্যদিকে হেড কোচ অ্যালিসন আন্নান চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তার খেলোয়াড়দের সেরা ফর্মে রাখার কাজটাকে। সাবেক জাতীয় দলের খেলোয়াড় এবং ডাবল অলিম্পিয়ান আন্নানের কাছে এটাই জলবৎ তরলং ফর্মুলা। 

[আরও পড়ুনঃ হকি ওয়ার্ল্ড কাপ টিভি কাভারেজ রেকর্ড ১৯৪টি দেশে]

"হকি খেলাটি এমনিতেই অনেক কঠিন। আমরা সবকিছু সহজ রাখতে এবং  প্রধান কাজগুলো রপ্ত  চেষ্টা করি। কোনকিছু বেশিও নয়, কোনকিছু কমও নয়। আশ্চর্যজনক ভাবে সহজ কাজগুলো রপ্ত করাই সবচেয়ে কঠিন কাজ গুলোর একটি। "

"উদাহরণ দিয়ে বলতে গেলে, আমরা জানি বলের গতি মানুষের চেয়ে বেশি, তাই আমরা আমাদের পাসিং এবং বল দ্রুত স্থানান্তর করাতে মনোযোগী হয়েছি। এটা আমাদের স্পেস তৈরিতে সাহায্য করে" — বলছিলেন নেদারল্যান্ডস নারী দলের হেড কোচ অ্যালিসন আন্নান।

এরপর আসে খেলোয়াড় ব্যবস্থাপনার কাজ। মানুষ বিশ্বের সেরা একটি দলের হেড কোচের পদকে স্বপ্নের চাকরী ভাবতে পারে কিন্তু আন্নান জানেন অসাধারণ প্রতিভাসম্পন্ন খেলোয়াড়দের মাঝ থেকে সবচেয়ে ভালো একাদশ নির্ধারণ করা কত কঠিন কাজ।

"আমাদের দলে বিভিন্ন রকমের খেলোয়াড় আছে এবং তাদের ব্যালেন্স করতে আমরা চেষ্টা করি। আমাদের একই ধাঁচের খুব বেশি খেলোয়াড় দরকার নেই, তাই আমরা অদল-বদল করি এবং  এখানে মূল বিষয় হচ্ছে সবচেয়ে সঠিক কম্বিনেশন তৈরি করা।আমাদের সুযোগ তৈরি করতে পারার খেলোয়াড়ও আছে আবার সেই সুযোগ কাজে লাগানোর খেলোয়াড়ও আছে। আমরা উভয়েরই যথাযথ মিশ্রনটা খোঁজার চেষ্টা করি।"

 

হকি প্রো লীগের জন্য নেদারল্যান্ডসের নারী দলের স্কোয়াড ঘোষিত

হকি প্রো লীগের জন্য নেদারল্যান্ডসের নারী দলের স্কোয়াড ঘোষিত

সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান  চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস হকি প্রো লীগের জন্য তাদের ৩২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ১০ এপ্রিল নিজেদের প্রথম হোম ম্যাচে চায়নাকে আমন্ত্রণ জানাবে ডাচরা।

হেড কোচ অ্যালিসন আন্নানের মতে, তরুণ ও অভিজ্ঞদের মিশেলে স্কোয়াড তৈরি করা হয়েছে এবং ৬ মাস ব্যাপী এই টুর্নামেন্ট পরিচালনার জন্য টিম ম্যানেজমেন্টকে অত বেগ পেতে হবে না।

আগামী জানুয়ারী ১০ থেকে ১৭ তারিখ স্পেনের কাদিজে নির্বাচিত ৩২ জন খেলোয়াড় হকি প্রো লীগের প্রস্তুতির জন্য ট্রেনিং ক্যাম্পে অংশ নেবেন।

হকি প্রো লীগের জন্য নেদারল্যান্ডস নারী স্কোয়াডঃ

Ireen van den Assem
Kyra Fortuin
Margot van Geffen
Eva de Goede
Kiki Gunneman
Alexandra Heerbaart
Lieke Hulsen
Yibbi Jansen
Kelly Jonker
Marloes Keetels
Josine Koning
Sanne Koolen
Maartje Krekelaar
Renee van Laarhoven
Laurien Leurink
Caia van Maasakker
Frederique Matla
Freeke Moes
Laura Nunnink
Malou Pheninckx
Lisa Post
Famke Richardson
Pien Sanders
Lauren Stam
Marijin Veen
Anne Veenendaal
Hester van der Veld
Maria Verschoor
Xan de Waard
Lidewij Welten
Ginella Zerbo
Magot Zuidhof

[এফআইএইচ ওয়েবসাইট অবলম্বনে]

লেখাটি ভালো লেগেছে? তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন !