• হকি

ওয়ার্ল্ড কাপ হকির হতাশা থেকে বের হয়ে অলিম্পিকে মনযোগী হতে হবেঃ বললেন মানপ্রীত সিং

পোস্টটি ১৯২৭ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

‘ভারতকে ওয়ার্ল্ড কাপের হতাশা থেকে বের হয়ে আসতে হবে এবং সামনের অলিম্পিক গেমসের দিকে মনযোগী হতে হবে’, বললেন ভারতের অধিনায়ক মানপ্রীত সিং।

ভারতের ছেলেদের নতুন বছরে প্রথম খেলা মার্চে মালেয়শিয়ার ইপোতে। সুলতান আজলান শাহ কাপে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিকের প্রস্ততি শুরু করবে মানপ্রীত সিং এর স্কোয়াড। 

“২০১৮ সালের হতাশা থেকে দূরে সরে আসা আমাদের জন্য জরুরী। ফলফল যাই হোক না কেন প্রত্যেক টুর্নামেন্ট থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং বরাবরের মত এবারও আমরা একটি ইউনিট হিসেবে একত্রিত হব এবং ফেব্রুয়ারিতে জাতীয় দলের ক্যাম্পে একসাথে বসে আমাদের ঘাটতিগুলো নিয়ে কাজ করব," — তিনি বললেন।

এশিয়ান গেমসে হতাশা

গত এশিয়ান গেমসে ভারত চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম সেরা দাবিদার হওয়া সত্ত্বেও ব্রোঞ্জ নিয়েই খুশি থাকতে হয়েছে তাদের। এই এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হলে তাদের সরাসরি মিলতো ২০২০ টোকিও অলিম্পিকস এর টিকেট।

জুনে ভুবেনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে হকি সিরিজ ফাইনাল অনুষ্ঠিত হবে। আপাতত ভারত এই হকি সিরিজ ফাইনালের মাধ্যমেই অলিম্পিকের টিকেট কাটার কথা ভাববে। 

ওয়ার্ল্ড কাপ হকির হতাশা থেকে বের হয়ে অলিম্পিকে মনযোগী হতে হবেঃ বললেন মানপ্রীত সিং

"২০২০ টোকিও অলিম্পিকের পথ মসৃণ হবে না এবং নিঃসন্দেহে আমরা যদি এশিয়ান গেমস জিতে সরাসরি কোয়ালিফাই করতাম তাহলে সবচেয়ে ভালো হত যেমনটা আমরা করেছিলাম ২০১৪ সালে। কিন্তু এই ব্যর্থতা আমাদের অনুপ্রেরণায় বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমাদের প্রতিভাবান ও আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়দের এক চমৎকার মিশেল আছে। আমাদের শুধু লক্ষ্যের দিকে চোখ রাখতে হবে"।

ভারতের জন্য এই বছরটা বেশ তেঁতোই বলা যায়। বড় কোনো টুর্নামেন্ট জিততে পারেনি আকাশী-নীলরা। ভারতের যুবারা গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে চতুর্থ স্থান নিয়েই খুশি থাকে। এশিয়ান গেমসেও ভালো করতে পারেনি, ব্রোঞ্জ মেডেল নিয়ে ঘরে ফেরে তারা। নিজেদের মাটিতে ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ভারত। বলা চলে পুরো বছরটাই একদম বিস্বাদ গিয়েছে তাদের। 

হতাশার মাঝে এক চিলতে আশা

এ বছর ভারতের একমাত্র বড় জয় হল মাস্‌কাটে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে তে গোল্ড মেডেল। পাকিস্তানের সাথে খেতাব ভাগাভাগি করে নিয়ে যৌথভাবে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির বিজেতা ঘোষণা করা হয় ভারতকে। 

এফআইএইচ চ্যাম্পিয়নস ট্রফিতে রৌপ্য পদক জয়ের ফলে র‍্যাঙ্কিং এ এক ধাপ উন্নতি হয় আকাশী-নীলদের। র‍্যাঙ্কিং এ ৬ নম্বর স্থান থেকে ৫ নম্বর স্থানে উন্নতি হয় তাদের। 

দুই সপ্তাহের একটু বেশি হয়েছে ভারত উত্তেজনায় ঠাসা এক পেনাল্টি শ্যুটআউটে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নিয়েছে নিজেদের মাটিতে হয়ে যাওয়া ওয়ার্ল্ড কাপ থেকে। হোম ক্রাউডের সুবিধা কাজে লাগাতে না পেরে বেশ অনুতাপ করছেন মানপ্রীত।

"বিগত বছরগুলোয় বেলজিয়াম যা অর্জন করেছে তা অসাধারণ এবং বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা অবশ্যই নিরাশ এবং হোম অ্যাডভান্টেজ নিতে না পারায় অনুতাপ করছি," - বললেন তিনি। 

"আমরা গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার-ফাইনালে এসেছিলাম এবং নেদারল্যান্ডসের বিপক্ষে বেশ আশাবাদী ছিলাম। আমাদের ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ছিল যদিও হেরে যাওয়ায় আমি হতাশ, আমি আমার দল নিয়ে গর্বিত। আমরা বিশেষ করে তরুণরা যারা এই প্রথমবার বিশ্বকাপে খেলছে নিজেদের সর্বোচ্চটা দিয়েছি। 

ভারতের এই মিডফিল্ডার আরও বলেন, ভুবেনেশ্বর থেকে তরুণ খেলোয়াড়রা যে অভিজ্ঞতা পেয়েছে তা ভবিষ্যৎ টুর্নামেন্টের জন্য তাদের প্রস্তুত করবে।

[আরও পড়ুনঃ হকি প্রো লীগ - আর মাত্র এক মাস!]

আমাদের জুনিয়র স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড় গত দুই বছর ধরে সিনিয়র টিমে খেলছে। উড়িষ্যা মেনস হকি ওয়ার্ল্ড কাপ  ভুবেনেশ্বর ২০১৮ থেকে তারা যে অভিজ্ঞতা অর্জন করেছে তা নিঃসন্দেহে তাদের আরও ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করবে।"

বিশ্বসেরা এই ভারত দলকে নিয়ে আপনি কি মনে করেন? আপনার কি মনে হয় সামনের দিনগুলোতে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে?

নিচের ফেসবুক শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদের সাথে শেয়ার করুন।

[দ্যা হিন্দু অবলম্বনে]