• ফুটবল

ফিফা অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের খুঁটিনাটি

পোস্টটি ৫০০৮ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ! ফুটবল বিশ্বের সবচেয়ে কমবয়সী খেলোয়াড়দের এ আয়োজন শুরু হইতে আর মাত্র কয়েকদিন বাকি! ঐতিহাসিক ভাবে এই টুর্নামেন্ট যুব ফুটবলার তথা ফুটবলের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ; কেনোনা বিশ্বফুটবলের এই মঞ্চে নিজেকে জানান দেওয়ার জন্যে মুখিয়ে থাকে সকল খেলোয়াড়েরা! দর্শক কিংবা বিভিন্ন ক্লাবের সুনজর থাকে এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়গুলো পরখ করার; কেনোনা আজকের এই ক্ষুদে ফুটবলাররাই হতে পারে আগামী ফুটবল বিশ্বের ভবিষ্যৎ! আজকের নেইমার, হ্যাজার্ড, স্টার্লিং, এলিসন, কউতিনহো কিংবা সাবেক তেভেজ, ক্যাসিয়াস, রবনিহো, রোনালদিনহো, জাভি, বুফন কে বিশ্ববাসী চিনেছিলো ফুটবলের এই নবীনতম আসরেই!

প্রতি ২ বছর পরপর অনুষ্ঠিত হওয়া এই আসরের এবারের ১৮ তম সংস্করণ বসতে যাচ্ছে ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে! অক্টোবরের ২৬ তারিখ থেকে শুরু হইতে যাওয়া এই আসর চলবে নভেম্বরের ১৭ তারিখ পর্যন্ত! চলুন দেখে নেওয়া যাক এই টুর্নামেন্টের কিছু বিস্তারিত -

 

♦ কারা এবং কিভাবে অংশ নিচ্ছে এবারের আসরে??

- ২০১৮ এএফসি (এশিয়া) অ-১৬ চ্যাম্পিয়নশিপের সেরা ৪; অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, তাজিকিস্তান!

- ২০১৯ আফ্রিকান অ-১৭ কাপ অফ নেশন্স থেকে সেরা ৪; ক্যামেরুন, নাইজেরিয়া, এঙ্গোলা, সেনেগাল!

- ২০১৯ কনকাকাফ (উত্তর আমেরিকা) অ-১৭ চ্যাম্পিয়নশিপের সেরা ৪; কানাডা, আমেরিকা, মেক্সিকো, হাইতি!

- ২০১৯ কনমেবল (দক্ষিণ আমেরিকা) অ-১৭ চ্যাম্পিয়নশিপের সেরা ৪; আর্জেন্টিনা, চিলি, ইকুয়েডর, প্যারাগুয়ে!  এবং, স্বাগতিক ব্রাজিল!

- ২০১৮ অএফসি (ওশেনিয়া) অ-১৬ চ্যাম্পিয়নশিপের সেরা ২; নিউজিল্যান্ড, সলোমন আইসল্যান্ড!

- ২০১৯ উয়েফা ইউরোপিয়ান অ-১৭ চ্যাম্পিয়নশিপের সেরা ৪; ফ্রান্স নেদারল্যান্ডস, ইতালি, স্পেন!


উল্লেখ্য, বয়স জালিয়াতির কারণে গিনি টুর্নামেন্ট থেকে বহিস্কৃত হয়েছে!


♦ কয়টি গ্রুপে ভাগ হয়ে কোন কোন দেশ খেলছে??

গ্রুপ A - ব্রাজিল, কানাডা, নিউজিল্যান্ড, এঙ্গোলা
গ্রুপ B - নাইজেরিয়া, হাঙ্গেরি, ইকুয়েডর, অস্ট্রেলিয়া
গ্রুপ C - ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, হাইতি, চিলি
গ্রুপ D - নেদারল্যান্ডস, সেনেগাল, আমেরিকা, জাপান
গ্রুপ E - আর্জেন্টিনা, স্পেন, তাজিকিস্তান, ক্যামেরুন
গ্রুপ F - ইতালি, মেক্সিকো, প্যারাগুয়ে, সলোমন আইসল্যান্ড


♦ কিভাবে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট??

- প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল মিলে মোট ১২ এবং সেরা ৪ টি ৩য় হওয়া দল নিয়ে মোট ১৬ দল খেলবে দ্বিতীয় রাউন্ড!

- অতঃপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল!


♦ এই আসরের সর্বোচ্চ সাফল্য কাদের??

- এই আসরের সেরা দল নাইজেরিয়া, তাদের নামের পাশে রয়েছে ৫ টি চ্যাম্পিয়নশীপ ট্রফি এবং ৩ টি রানার্স আপ ট্রফি!

- এই আসরের ২য় সেরা দল ব্রাজিল, ৩ টি চ্যাম্পিয়নশীপ ট্রফি এবং ২ টি রানার্স আপ ট্রফি!

♦ বাংলাদেশ থেকে টেলিভিশনে খেলা দেখা যাবে কি??

- হ্যা, সনি নেটওয়ার্কে দেখা যাবে সবগুলো ম্যাচ!