'ডাক' নামা
পোস্টটি ১১৬২ বার পঠিত হয়েছে
ক্রিকেট চার-ছক্কার খেলা। এখানে যে যত রান করতে পারে, তার তত নাম।যে যত বেশি শতক, অর্ধশতক হাকাতে পারে, সে তত বেশি ভালো ব্যাটসম্যান। কেউ নিশ্চয় শূন্য রানে ফিরতে চাই না।ক্রিকেটে চার-ছক্কার যেমন ফুলঝুড়ি দেখা যায়। সেঞ্চুরি যেমন দেখা যায়। তেমনি দেখা যায় 'ডাক' মারতে। মানে শূন্য রানে আউট হতে। এমন অনেকে আছেন একবারও শূন্যের ঘরে আটকে পড়েননি। আবার অনেকের আছে বহুবার শূন্য রানে আউট হবার তিক্ত অভিজ্ঞতা।
ইন্ডিয়ান ব্রিজেস প্যাটেল।ছোট্ট ক্যারিয়ার তাঁর। ক্যারিয়ারে ৩১ ম্যাচে ৪৭ ইনিংসে একবারও 'শূন্য' রানে আউট হননি তিনি। অস্ট্রেলিয়ান জিম বার্কেরও এই অভিজ্ঞতা নাই। ২৪ ম্যাচে ৪৪ ইনিংসে একবারও 'ডাক' মারার রেকর্ড নাই তাঁর ও।
অভিষেকের পর প্রথম 'ডাক' মারার স্বাদ পাওয়ার আগে সবচেয়ে বেশি ইনিংস খেলেছেন। তালিকায় সবার উপরে আছেন ফাফ ডু প্লেসি। ১০৮ ইনিংস পর প্রথমবারের মতো 'শূন্য' রানে আউট হয়েছিলেন এই আফ্রিকান। বাংলাদেশি মাহমুদুল্লাহ রিয়াদ ৪৮ ইনিংস পর শূন্য রানের দেখা পেয়েছিলেন।
কোনো 'ডাক' ছাড়াই সবচেয়ে বেশি ইনিংস খেলেছেন 'দ্য ওয়াল' খ্যাত রাহুল দ্রাবিড়। টানা ১৭৩ ইনিংস। দ্বিতীয় মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। তিনি খেলেছেন ১৩৬ ইনিংস। মুশফিকুর রহিম খেলেছেন টানা ৭৩ ইনিংস।
সবচেয়ে কমবার শূন্য রানে আউট হয়েছেন শ্রীলঙ্কান গুনাটিলাকা। ৭০ ম্যাচে ৭৬ ইনিংসে মাত্র একবার 'ডাক' মেরেছেন তিনি। উইন্ডিজের ক্লাইড ওয়ালকাটও ৪৪ ম্যাচে ৭৪ ইনিংসে মাত্র একবার শূন্যের দেখে পেয়েছেন।
সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটা অবশ্য আরেক শ্রীলঙ্কান মুত্তিয়া মুরালিধরনের দখলে। ক্যারিয়ারে মোট ৫৯ বার 'ডাক' মেরেছেন তিনি। এই তালিকায় আছে মাশরাফি, আশরাফুল, তামিম ইকবালের নামও। ক্যারিয়ারে তারা যথাক্রমে ৩৩, ৩২, ৩২ বার 'শূন্য' রানে আউট হয়েছেন।
পরপর 'ডাক' মারার রেকর্ডটা নিউজিল্যান্ডের ড্যানি মরিসন এবং ভারতের অজিত আগারকারের দখলে। টানা ৫ বার 'ডাক' মারার রেকর্ড তাদের। দুজনই অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন বাজে অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন।
- 0 মন্তব্য