• ফুটবল

বার্সা সমর্থকদের মন খারাপের রাত

পোস্টটি ১১৪৪ বার পঠিত হয়েছে
'আউটফিল্ড’ একটি কমিউনিটি ব্লগ। এখানে প্রকাশিত সব লেখা-মন্তব্য-ছবি-ভিডিও প্যাভিলিয়ন পাঠকরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে করে থাকেন; তাই এসবের সম্পূর্ণ স্বত্ব এবং দায়দায়িত্ব লেখক ও মন্তব্য প্রকাশকারীর নিজের। কোনো ব্যবহারকারীর মতামত বা ছবি-ভিডিওর কপিরাইট লঙ্ঘনের জন্য প্যাভিলিয়ন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্লগের নীতিমালা ভঙ্গ হলেই কেবল সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

মেসিকে সবচেয়ে সুন্দর দেখায় এই জার্সিতে,অন্য জার্সিতে মেসি স্মৃতি জাগানিয়া ধূসর বেদনার।২০০৬ সাল থেকে এই ক্লাবের জার্সিতেই মেসিকে চেনা,এতদিন ধরে চেনা মুখ এভাবে অচেনা হয়ে যাবে ভাবতেই পারিনা! 

 

বার্সার মেসির অবিশ্বাস্য গোলে রে হাডসন বিস্ময়াভূত হয়ে আর বলবেনা

 "AAHHH!!!!!.... Excuse me for being excited people, but we've just witnessed a goal that would wake up a catatonic! Astonishing skill that literally takes the breath away. Phenomenal football and there's no answer to that. You can't coach against this. It's pure genius is what it is!"

 

 আজকের রাতটা বিষাদে ভরা। খুব আশা নিয়ে বসেছিলাম অলৌকিক কিছু ঘটবে,মেসি থাকবে... স্পোর্টস নিয়ে শৈশব কৈশরে  যে আবেগ ছিল তার ছিটেফোঁটা বর্তমানে না থাকলেও মেসির এই বিদায় কতটা কষ্টের বোঝাতে পারবো না কাউকে....বার্সা হয়ত মেসিকে ছাড়া ভাল করবে বলে আশাবাদী কিন্তু মেসির প্রস্থানের ভার বয়ে যাওয়ার ক্ষমতা আমাদের কারো নেই। তবু একদিন মেসিকে যেত হতো,কিন্তু এত তাড়াতাড়ি রাজনীতির ঘুটি হয়ে বিদায় দিতে হবে কল্পনাই করতে পরিনি। পিএসজির হয়ে মেসির কোন অর্জনে খুশি হতে পারবোনা হয়তো, কারণ পিএসজিকে ক্লাব হিসেবে কখনোই পছন্দ করতে পারিনি ।

হাসানের গানটি হয়ত আমাদের বার্সা সমর্থকদের আবেগ, অনুভূতি অনেকাংশে প্রকাশ করতে সক্ষম।

"সানাইয়ের সুর নিয়ে যাবে দূর

একটু একটু করে তোমায়

আজকে রাতেই তুমি অন্যের হবে

ভাবতেই জলে চোখ ভিজে যায়"

 

কাতালুনিয়া থেকে থেকে বিশ্বের সব প্রান্তে সকল  বার্সা ফ্যানের নিশ্চয়ই আজ খুব মন খারাপের রাত। পিএসজির জার্সিতে মেসিকে মেনে নেওয়া যাচ্ছেনা...মানতে পারছি না।

images (7)_1628346665395