রোনালদোর আজ ৩৭ তম জন্মদিন
পোস্টটি ১২৩০ বার পঠিত হয়েছেযার জন্যে ফুটবল খেলা দেখি, আজ তার 37 তম জন্মদিন
আপনি দেখবেন এই গোটা ফুটবল জগতে অনেক
দারুণ দারুণ খেলোয়াড় আছে যাদের নিয়ে প্রশংসা করতে বসলে দিন থেকে রাত হয়ে যাবে!!
এই যেমন ধরেনিন লিওনেল মেসি, নেইমার, আরো বহু খেলোয়াড় যা গুনে শেষ করা যাবে না!!
কিন্তু আমি আজ এমন একজন জেদি খেলোয়াড় কে নিয়ে কথা বলবো তাকে গোটা বিশ্বের এমন একজন মানুষ নেই যে ফলো করেনা!!
নাম তার রোনাল্ডো, যাকে এই পৃথিবীতে অপছন্দ ও তাকে দেখে হিংসা করার মানুষ হাজারে কেনো লাখে পেয়ে যাবেন, তার সাথে সাথে তাকে ভালোবাসার মানুষ আপনি কোটি কে কোটি পেয়ে যাবেন!!
হ্যা এটাই বাস্তব, তাকে যারা অপছন্দ করে তাদের একটাই কারণ যে এই মানুষটি তার ফুটবল জীবনে এমন কিছু নেই যে সে অর্জন করেনি, এক কথায় সবদিক থেকেই সে জয় লাভ করেছে এই হলো কারণ!!
আর তাকে ভালোবাসার কারণ তা বলতে বসলে শেষ হবে না, তাই ছোটো করে বলি সে তখন ম্যানচেস্টার ইউনাইটেড এর হয়ে খেলে একদিন এক সাংবাদিক তিন জন কে প্রশ্ন করেছিলো তাদের সেরা খেলোয়াড় কে, তাদের মধ্যে একজন ছিলো রোনাল্ডো, বাকি দুজন তাদের উত্তর জানায়, জানায় যে তাদের সেরা খেলোয়াড় ম্যারাডোনা, কিন্তু আমাদের প্রিয় রোনাল্ডো সে মুখের ওপর জানিয়ে দেয় তার সেরা খেলোয়াড় সে নিজে!!
এত অহংকার?
এই প্রশ্ন অনেকের মাথায় এসেছিলো, কিন্তু দিনের পর দিন বছরের পর বছর সে নিজেকে রোদ, ঝড়, জলে কঠিন পরিশ্রম করে এমন তৈরি করলো তা গোটা ফুটবল জগত জানে, তাই আমরা বুক ফুলিয়ে বলতে পারি রোনাল্ডো আমাদের সর্বকালের সেরা ফুটবলার!!
সে জীবনে অনেকবার পিছিয়ে পড়েছিলো, আর সাথে সাথে শুনতে হয়েছিল যে তার সময় শেষ, আর সে বারবার ফিরে এসে বুঝিয়ে দিয়েছিল যে এইভাবেও ফিরে আসা যায়!!
আমি তার এমন একজন ভক্ত যে কিনা তার ওপর প্রশ্ন উঠলে খুব খুশি হই, অনেকে ভাববে যে এ কেমন ভক্ত, হ্যা আমি এটাই, কারণ মানুষটার ওপর যে যতবার আঙুল তুলেছে ঠিক ততবার সে সেও আঙুল দেখিয়ে বুঝিয়ে দিয়েছে রোনাল্ডো এক পিস, তার ওপর প্রশ্ন করলে উত্তর সাথে সাথেই পাবে!!
বারবার প্রমাণ করেছে যে নিজেই সেরা, আর এই সেরার পেছনে একজনের অবদান সেটা সে নিজেই!!
কারো পিঠে ভর দিয়ে উঠে আসা নয়, জিরো থেকে নিজেকে নিজেই হিরো করা একজন সে!!
নাম তার রোনাল্ডো...
দেখতে দেখতে ৩৭ এ পা দিয়ে ফেললো, মনে হয় যেনো এই তো কয়েকদিন আগেও তো কত কম বয়স ছিলো!!
ভাবা যায় যেই বয়সে অনেকে ফুটবল থেকে অবসর নিয়ে ফেলে তার থেকে বেশি বয়সে প্রতিপক্ষ প্লেয়ার দের মাথার ঘাম পায়ে ফেলিয়ে চলেছে!!
মাঝে মাঝে ভাবি তুমি কি দিয়ে তৈরি গুরুদেব?
শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা নিও তোমার এই পাগল ভক্তের তরফ থেকে!!
এই ভাবে তুমি খেলে যাও আর আমাদের এই ভাবে শিক্ষা দিয়ে যাও যে যতক্ষণ না নিজে চাইছি ততক্ষণ কোনো কিছুই শেষ নয়!!
অনেক ভালবাসা নিও আমার হিরো আমার অনুপ্রেরণা!!
শেষ করার আগে তোমার সেই কথাটা...
ʏᴏᴜʀ ʟᴏᴠᴇ ᴍᴀᴋᴇ ᴍᴇ sᴛʀᴏɴɢ
ʏᴏᴜʀ ʜᴀᴛᴇ ᴍᴀᴋᴇ ᴍᴇ ᴜɴsᴛᴏᴘᴘᴀʙʟᴇ
- 0 মন্তব্য