২০১৮ সাল পূর্ববর্তী এল-ক্লাসিকো অউরা ফিরে এসেছে কি..
পোস্টটি ৫৮৫ বার পঠিত হয়েছে
এল-ক্লাসিকো সবসময়ই উত্তেজনা সৃষ্টি করে ফুটবল সমর্থকদের মধ্যে..
সামগ্রিক পারফরম্যান্স যেমনই হতো মাঠের খেলায় যে দলই জিতুক মাঠের বাহিরে ২ দলই চাপে থাকতো অন্তত খেলা মাঠে গড়ানোর আগে তার পালে হাওয়া দিতো লোকাল এবং গ্লোবাল সমর্থকরা..!
কিন্তু ২০১৮ সাল পরবর্তী সময়গুলোতে এল-ক্লাসিকো অউরা কিছুটা হলেও ম্লান হয়েছে একদিকে রোনালদোর মাদ্রিদ ছাড়া অন্যদিকে এল-ক্লাসিকোতে মেসির ম্লান হয়ে যাওয়া যার প্রমাণ স্ট্যাট দেখা যায় ১৮ সাল পরবর্তী একটি ক্লাসিকোতেও মেসির গোল নেই..!
এরপর তো মেসি বার্সা ছেড়েই চলে গেলো..!
যদিও অনেক রথি-মহারথি এল-ক্লাসিকো খেলেছে তাই কখনো এর আবেদন সমর্থকদের কমেনি..!
কিন্তু মেসি বার্সা ছেড়ে যাওয়া পর থেকেই এল-ক্লাসিকো তার আবেদন হারিয়েছে বললে বোধহয় কেউ সেটায় দ্বিমত করবে না..!
মেসি-রোনালদো দ্বৈরথে একটি অউরা ছিলো,ভাইব ছিলো যা সমর্থকদের আলোড়িত করতো, হৃদয়ের মানসপটে উদ্বেলিত হতো নানান কল্পনায় আর তা হবেই না কেন কি দুর্দান্ত অলিখিত প্রতিযোগিতা ছিল তাদের মধ্যে..!
সাধারণত ফুটবলের রাইভালরিগুলোতে কেউ কাউকে ছেড়ে কথা বলে না..
এল-ক্লাসিকোও তার ব্যতিক্রম নয়...
দেখা যায় রাইভাল দল যদি নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে ফর্মেও থাকে তারপরেও দেখা যেতো মাঠের খেলায় জয় ছিনিয়ে নিতো আরামসে..!
এসব ম্যাচগুলোতে কেউ কখনো ফেভারিট হয়ে নামতে পারে না..!
কিন্তু বাস্তবতা হচ্ছে বিগত এল-ক্লাসিকোগুলো ঠিক তেমনটা ছিলো না বলা যেতো কে ফেভারিট প্রেডিকশনও অনুমান করা যেতো যা আসলে হওয়ার কথা না..!
আমরা যদি সর্বশেষ ৫ টি ক্লাসিকো দেখি:-
রিয়াল মাদ্রিদ ৩-২ বার্সেলোনা! (লালীগা)
রিয়াল মাদ্রিদ ৪-১ বার্সেলোনা! (সুপার কাপ)
রিয়াল মাদ্রিদ ১-২ বার্সেলোনা! (লালীগা)
রিয়াল মাদ্রিদ ৪-০ বার্সেলোনা! (কোপা ডেল রে)
রিয়াল মাদ্রিদ ১-২ বার্সেলোনা! (লালীগা)
৩ টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা হলেও রিয়াল মাদ্রিদ তুলনামূলক ডমিনেট করেছে স্পষ্ট!!
কিন্তু এইবারের এল-ক্লাসিকো একটু ভিন্ন!
এবার মাঠে নামার আগে বলা যাচ্ছে না কোনদল ফেভারিট..!
মাঠে খেলায় কি হবে কেউ সেটা অনুমান করতে সাহস করবে না নিঃসন্দেহে!
একদিকে ফ্লিক দায়িত্ব নেওয়ার পর থেকে বার্সেলোনা রীতিমতো উড়ছে..!
বিগত কয়েক সিজনের মধ্যে এই বার্সেলোনা নিঃসন্দেহে অনেক শক্তিশালী..!
অন্যদিকে রিয়াল মাদ্রিদ এমবাপ্পে কে ভিড়ানোর পর মাদ্রিদও ভেবেছিলো হয়ত তারা গত সিজনের চেয়ে বেশি শক্তিশালী হবে আদতে মাঠের খেলায় তার প্রতিফলন দেখা যায়নি..!
সিজনের শুরুতে মাদ্রিদ কিছুটা স্ট্রাগল করলেও সিজনের এই পর্যায়ে এসে খুব ভালোভাবেই মাঠের খেলায় প্রভাব বিস্তার করছে..!
সিজন শুরুর আগে সবাই হয়ত ভেবেছিলো মাদ্রিদ প্রতিপক্ষকে গুড়িয়ে দিবে কিন্তু আদতে তেমনটা দেখা যাচ্ছে না..!
এটাকে বার্সেলোনা ঢের এগিয়ে..!
আবার খালি চোখে রিয়াল মাদ্রিদের ডিফেন্স দুর্বলতা দেখালেও সিজনে বার্সেলোনার ডিফেন্স রিয়ালের চেয়ে তুলনামূলক পিছিয়ে..!
অর্থাৎ এই সিজনের পারফরম্যান্স অনুযায়ী বলা যায় একদিকে বার্সেলোনার এটাক বনাম রিয়ালের ডিফেন্স!
অন্যদিকে বার্সেলোনার ডিফেন্স বনাম রিয়ালের এটাক..!
যে এই ব্যাটল গুলোতে জিতবে তারাই ম্যাচ জিতবে বলা যাচ্ছে!!
দর্শকরাও মুখিয়ে থাকবো ফ্লিকের হাইলাইনকে রিয়াল মাদ্রিদের স্পিড কতটা টেক্কা দিতে পারে!
২ দলই নিজেদের শেষ ইউসিএল ম্যাচ বড় প্রতিপক্ষ পেয়েছিলো ঘরের মাঠে সেখানে ২ দলই প্রতিপক্ষের উপর গোল বৃষ্টির মহড়া দিয়েছে!
২ দলের হয়ে হ্যাট্রিক করেছে ২ দলের হয়ে এই সিজনের সেরা পারফর্মরা অর্থাৎ আগে যেমনটা মেসি-রোনালদো অউরাতে দর্শকরা উপভোগ করবে..!
মূলত এই ২ টি ম্যাচের পারফরম্যান্সই এই ম্যাচকে আরো আকর্ষণীয় করে দিয়েছে..!
আজকের ম্যাচ নিয়ে কোনো প্রেডিকশন নয় বরং অনুমান করতে পারি একটি হাইস্কোরিং গেম হতে চলছে যে দল প্রথমে যত কম ভুল করবে তারাই ম্যাচে এগিয়ে যাবে..!!
সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা হওয়ায় রিয়াল হয়ত কিছুটা এগিয়ে থাকবে কেননা সাম্প্রতিক সময়ে রিয়াল হোম ম্যাচে দীর্ঘদিন ধরেই অপরাজিত এমনকি এই সিজনেও রিয়াল হোম ম্যাচে অপরাজিত অন্যদিকে বার্সেলোনা এবার ২ ম্যাচ হেরেছে এওয়েতে..!
যদিও রিয়ালকে বার্সেলোনা পূর্বে ভালোই ভুগিয়েছে এই সান্তিয়াগো বার্নাব্যুতে..!
- 0 মন্তব্য