উত্তরঃ সবার জন্য উন্মুক্তই থাকছে আমাদের ব্লগ সেকশন। কিন্তু লেখার সঙ্গে সঙ্গেই সেটি ব্লগে প্রকাশিত হবে না। ব্লগ মডারেটরেরা যাচাই-বাছাই করে নিয়ে লেখাটি প্রকাশ করবেন।
২
কেবল কি বাংলাতেই লিখতে হবে?
উত্তরঃ প্রথমবারের মতো বাংলার পাশাপাশি ইংরেজিতেও খেলা নিয়ে আপনার মতামত জানানোর সুযোগ থাকছে আমাদের প্ল্যাটফর্মে। আপনাদের সুচিন্তিত মতামত যেনো বিশ্বের অন্যত্রও ছড়িয়ে দিতে পারেন, সেজন্যই ইংরেজিতেও লিখতে বা কমেন্ট করতে পারবেন আপনি। তবে অবশ্যই সেটি সম্পূর্ণ ইংরেজিতেই, রোমান হরফে বাংলা লিখে নয়।
৩
সবসময় কি লেখা মডারেটরদের অনুমোদন নিয়েই প্রকাশিত হবে?
উত্তরঃ না, আনকোরা লেখকদের জন্যই থাকছে মডারেশন ব্যবস্থা। যাঁরা পূর্বেও বিভিন্ন মাধ্যমে লেখালিখি করেছেন বা যাঁদের কয়েকটি লেখা ইতোমধ্যেই মডারেশন প্যানেল পার করে এসেছে, তাঁরা তৎক্ষণাৎ লেখা প্রকাশের সুযোগ পাবেন।