ব্লগ লিখতে হলে
বাংলাদেশের খেলা দেখতে দেখতে কখনো মনে হয়েছে- আজ একাদশটা ঠিকঠাক হয়নি, কৌশলেও কোনো একটা ভুল ছিল, ফিল্ড প্লেসিংটা ঠিকঠাক হলে ফলটা অন্যরকমও হতে পারত? পরাজয়ের বেদনায় দীর্ণ হয়ে বা জয়ের উল্লাসে মত্ত থেকে নিশ্চয় ভেবেছেন, আবেগটা যদি কীবোর্ডবন্দি করে রাখা যেত! খেলা যদি আপনার ধ্যানজ্ঞান হয়, সবুজ মাঠকে যদি দেখতে চান আতশ কাচের নিচে - তাহলে ‘প্যাভিলিয়ন’ আপনাকে দিচ্ছে সেটা সবাইকে জানানোর দারুণ একটা সুযোগ। ম্যাচ প্রিভিউ-রিভিউ তো বটেই, খেলা নিয়ে যেকোনো ধরনের বিশ্লেষণ লিখতে পারেন এই ব্লগে। খোলা চিঠি, শ্রদ্ধা এমনকি সুলিখিত রম্যও লিখতে পারেন। শুধু লেখালেখি নয়, চাইলে ছবি বা ভিডিও দিয়ে নিজের মতামত জানাতে পারেন।
ব্লগ পোস্ট করার সময় নিচের ধাপগুলো অনুসরণ করতে হবেঃ
- ১ প্রথমেই প্যাভিলিয়ন সাইটে লগ-ইন করতে হবে। পূর্বে আপনার একাউন্ট না থাকলে নিবন্ধন করে নিতে হবে।
- ২ নতুন ব্লগ লেখার জন্য এই পৃষ্ঠায় যান।
- ৩ লেখার শিরোনাম এবং প্রচ্ছদ ছবি (থাম্বনেইল) নির্বাচন করুন। অবশ্য লেখায় প্রচ্ছদ ছবি বা থাম্বনেইল দেয়া আবশ্যক নয়। সেক্ষেত্রে প্যাভিলিয়ন কর্তৃপক্ষের পূর্বনির্ধারিত একটি ছবি দেখানো হবে।
- ৪ টেক্সট এডিটর ব্যবহার করে আপনার লেখাটি সম্পূর্ণ করুন। লেখার মধ্যে যেখানে ছবি সংযোজন করতে চান, সেখানে কার্সর রেখে টেক্সট এডিটরের উপরে অবস্থিত নির্দিষ্ট বক্সে ছবি আপলোড করুন।
- ৫ একদম নতুন লেখকদের ক্ষেত্রে আপনার লেখাটি সরাসরি প্রকাশিত হবেনা। ব্লগের মডারেটর অনুমোদন করার পরেই প্রকাশিত হবে তা। মডারেটর প্যানেলে আপনার লেখাটি পাঠাতে চাইলে 'সংরক্ষণ ও প্রকাশ' বাটনে ক্লিক করুন, আর লেখাতে আরো পরিবর্তন করে পরে পাঠাতে চাইলে আপাতত 'সংরক্ষণ' বাটনে ক্লিক করুন।
- ৬ মডারেটর প্যানেল কর্তৃক অনুমোদিত হয়ে লেখা প্রকাশ হয়ে যাবার পরে লেখায় কোনো পরিবর্তন করতে চাইলে সাইটে লগ-ইন থাকা অবস্থায় আপনার লেখার পাশে বা নিচে অবস্থিত ‘পরিবর্তন করুন’ বাটনে ক্লিক করে তা করতে পারবেন।
- ৭ কোনো লেখা প্রকাশিত হয়ে যাবার পরে তা মুছে দিতে চাইলে তা ব্লগের মডারেটরকে মেইল করে জানাতে হবে।
এছাড়াও আপনার আরো কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের মেইল করতে পারেন info@pavilion.com.bd এই ঠিকানায়।